সৌমিত্র রায়, কলকাতা : বছর শেষে রাজ্যে জাঁকিয়ে শীত। আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১২.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১.৬ ডিগ্রি কম। ২৯ তারিখ পর্যন্ত রাজ্যজুড়ে জাঁকিয়ে শীতের আমেজ থাকবে, পূর্বাভাস আবহাওয়া দফতরের। অন্যদিকে, উত্তর ভারতজুড়ে চলছে শৈত্যপ্রবাহ। উত্তরপ্রদেশে প্রবল শৈত্যপ্রবাহ, জারি হয়েছে রেড অ্যালার্ট।
উত্তর এবং দক্ষিণ, দুই বঙ্গেই হু হু করে নামছে পারদ। কলকাতা জুড়ে ভরপুর শীতের আমেজ। আজ শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ দশমিক ৬ ডিগ্রি কম। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বর্ষশেষের দিনগুলো অর্থাৎ, ২৯ তারিখ পর্যন্ত এই আবহাওয়াই থাকবে। সোমবারের পর থেকে ২-৩ ডিগ্রি বাড়তে পারে তাপমাত্রা। দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি রয়েছে। সেই সঙ্গে, উত্তরবঙ্গে ঘন কুয়াশার সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া দফতর। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুরে রয়েছে কুয়াশার দাপট। এর পাশাপাশি দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে কুয়াশার প্রভাব দেখা যাবে বলে জানিয়েছে হাওয়া অফিস।
২৫ ডিসেম্বরের পর থেকেই শীত চালিয়ে ইনিংস খেলছে। ক্রিসমাসের দিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৭ ডিগ্রি সেলসিয়াস। তারপর ৪৮ ঘণ্টার মধ্যে আরও পারদ পতন হয়েছে। গতকাল এবং আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১২.৯ ডিগ্রি সেলসিয়াস। আগামী ২-৩ দিন আবহাওয়া এই রকমই থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। তারপর সোমবারের পর থেকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে। সেক্ষেত্রে তাপমাত্রা কমতেও বাড়ে, বাড়তে পারে। তবে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ৩১ ডিসেম্বরের পর থেকে তাপমাত্রা কিছুটা বাড়বে। নতুন বছরের শুরুতে ১ জানুয়ারির পর থেকে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বলে পূর্বাভাস। এখন সকালের দিকে হাল্কা কুয়াশা থাকছে। বেলা বাড়লে দাপট কমছে কুয়াশার। অন্যদিকে জানা গিয়েছে, দিল্লি-সহ ১৬টি রাজ্যে চলছে শৈত্যপ্রবাহ।
গত কয়েকদিন ধরেই কনকনে ঠান্ডা রয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই। রোদ ঝলমলে আবহাওয়া রয়েছে দক্ষিণবঙ্গের সব জেলায়। বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। রোজই পরিষ্কার আবহাওয়া, রোদ ঝলমলে আকাশ রয়েছে। ২০২৫- এর বাকি কয়েকটি দিন আবহাওয়া এইরকমই থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।