কলকাতা : অবশেষে শুরু হতে চলেছে বর্ষার ( Monsoon Update ) স্পেল।  দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিও এবার বৃষ্টি পাবে। বর্ষা প্রবেশ করেছে আগেই। এবার দক্ষিণবঙ্গের ( South Bengal Weather ) সব জেলাতেই চলবে বৃষ্টি।  আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুসারে, বুধবার থেকে বৃষ্টি বাড়তে পারে । দক্ষিণবঙ্গের অধিকাংশ অংশে ঢুকে পড়েছে মৌসুমী বায়ু। বহুদিন থমকে থাকার পর দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করেছে । তার জেরে বৃষ্টি শুরু হওয়া এখন সময়ের অপেক্ষা।


আবহাওয়া দফতরের ( Weather Update ) পূর্বাভাস অনুসারে আজ অর্থাৎ বুধবার হালকা বৃষ্টি হতে পারে। পুরুলিয়া, বাঁকুড়া,  বীরভূম, পশ্চিম বর্ধমান, হালকা বৃষ্টি হতে পারে। তার সঙ্গে বইতে পারে ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া । বজ্রবিদ্যুৎ সহ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে। কলকাতা বাসী এখননও চাতকের মতো বৃষ্টির অপেক্ষায়। হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, জুলাই মাসের শুরুতেই ভারী বৃষ্টি শুরু হয়ে যাবে শহরে।  বৃহস্পতিবার থেকে কলকাতায় বাড়তে পারে বৃষ্টি।


উত্তরবঙ্গে দুর্যোগ কিছুটা কমলেও উত্তরবঙ্গের ৫ জেলা, দার্জিলিং,কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ,জলপাইগুড়িতে ভারী বৃষ্টি চলবে এই সপ্তাহের শেষ পর্যন্ত। জারি করা হয়েছে হলুদ সতর্কতা। ভিজবে মালদা , উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরও। উত্তরবঙ্গের ওপরের দিকের পাঁচ জেলা দার্জিলিং কালিংপং আলিপুরদুয়ার কোচবিহারের জলপাইগুড়ি তে ভারী বৃষ্টি চলবে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, উত্তরবঙ্গে ফের নদীর জলস্তর বাড়বে। নিচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা।  শস্য ও কাঁচা বাঁধের ক্ষতি হতে পারে।  কাঁচা বাড়ি ক্ষতিগ্রস্ত হতে পারে।  পার্বত্য এলাকায় ধস নামার আশঙ্কা থাকছে। যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হতে পারে।


এছাড়া বঙ্গোপসাগরে  নিম্নচাপর সৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। যার জেরে মাসের শেষের দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি। যদিও আবহাওয়া দফতরের তরফে এর কোনও নির্দিষ্ট সঙ্কেত এখনও নেই।  


 বর্ষা নাকি শুধুই আসছে। কবে আসবে সাধারণ মানুষ তা জানে না! গরম কমছে না! কষ্টও কমছে না!এখন কবে আসবে বর্ষা, অপেক্ষায় দক্ষিণবঙ্গবাসী। আগামীকাল বৃহস্পতিবার ও শুক্রবার বৃষ্টি চলবে দার্জিলিং ও কালিম্পংয়ে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে এই দুই পার্বত্য জেলাতে। বৃহস্পতিবার উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।


 


আরও পড়ুন: ডাম্পার আটকে তোলা হচ্ছে টাকা! সামনে দাঁড়িয়েও 'দেখতে পেল না' পুলিশ 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।