ঝিলম করঞ্জাই,কলকাতা : সোমের পর মঙ্গলেও স্বস্তির বৃষ্টি পেয়েছে কলকাতা। কালবৈশাখী না হলেও, দমকা ঝোড়ো হাওয়ায় রেহাই মিলেছে তাপপ্রবাহের কষ্ট থেকে। আজ, বুধবারও আবহাওয়া আরামই দেবে।  আবহাওয়া পূর্বাভাস, বুধবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ৬০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইবে । ভিজবে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম , পূর্ব ও পশ্চিম মেদিনীপুর; ঝাড়গ্রাম ,পূর্ব-পশ্চিম বর্ধমান, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলা। 


আবহাওয়া অফিস জানাচ্ছে, ভারী বৃষ্টি হবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর , ঝাড়গ্রাম এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে। দক্ষিণবঙ্গের বাঁকুড়া জেলা এবং উত্তরবঙ্গের মালদা , দিনাজপুর জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া। বৃহস্পতিবারও দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ দমকা ঝোড়ো হাওয়া বইবে। চতুর্থ দিন শুক্রবার বৃষ্টি বাড়বে। 


ভারী বৃষ্টির পূর্বাভাস,  নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলাতে বৃষ্টির সঙ্গে বইবে দমকা ঝোড়ো হাওয়া । ৬০ কিলোমিটার গতিবেগে বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে হাওয়া বইবে। উত্তরবঙ্গও ভিজবে, ধারাপাতের ইঙ্গিত মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং জলপাইগুড়ি জেলাতে। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। 


 আবহাওয়া দফতরের পূর্বাভাস, শনিবার অবধি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে।  সেদিনও ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইতে পারে। সেদিন  কালবৈশাখীর পূর্বাভাস রয়েছে পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়। দক্ষিণবঙ্গের বাকি জেলাতে এবং উত্তরবঙ্গে বৃষ্টির সঙ্গে হালকা ঝড়ের সম্ভাবনা রয়েছে।


আবহাওয়া দফতর  জানাচ্ছে, বাংলাদেশ ও মধ্যপ্রদেশে অবস্থান করছে ঘূর্ণাবর্ত। এর টানেই প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। আর তার জেরেই এই স্বস্তির বৃষ্টি পাচ্ছে বাংলা। তবে এর প্রভাব কাটলেই ফের বাড়বে তাপমাত্রা। ততদিন পর্যন্ত ভোগ করা যাবে ক্ষণিকের আরাম। বুধবারও   মৎস্যজীবীদের  সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। সমুদ্র উত্তাল থাকবে। সমুদ্রের ভেতরে ৫৫ কিলোমিটার পর্যন্ত দমকা ঝোড়ো হাওয়া। সমুদ্র উপকূলে জলোচ্ছ্বাস হবে। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে


আরও পড়ুন :               


রবীন্দ্রজয়ন্তীতে ঝমঝমিয়ে বৃষ্টি দক্ষিণবঙ্গজুড়ে, কলকাতায় তাণ্ডব কালবৈশাখীর?