আজ উচ্চমাধ্য়মিকের রেজাল্ট।  দুপুর ১টায় ফল ঘোষণা করবে উচ্চমাধ্য়মিক ( Uchcha Madhyamik Result ) শিক্ষা সংসদ। অনলাইনে ফল দেখা যাবে দুপুর ৩টে থেকে। অন্যবারের মতো এবারও, জীবনের এই বড় পরীক্ষায়, পরীক্ষার্থীদের পাশে রয়েছে এবিপি আনন্দ। উচ্চমাধ্যমিকের ফলাফল জানা যাবে এবিপি আনন্দের ওয়েবসাইটে। তার জন্য ক্লিক করতে হবে wb12.abplive.com-এ।        

রেজাল্ট দেখতে হাতের কাছে রাখুন :




    • রোল নম্বর

    • তারপর ক্লিক করতে হবে সার্চ বাটনে।

    •  ফলাফল ফুটে উঠবে কম্পিউটার বা মোবাইল ফোনের স্ক্রিনে।





  • বের করে রাখুন প্রিন্ট আউট 

    আজ ফল ঘোষণা হলেও, দু'দিন পর, অর্থাৎ শুক্রবার মার্কশিট ও সার্টিফিকেট হাতে পাবেন পরীক্ষার্থীরা।              

    আগামী বছর কেমন হবে উচ্চ মাধ্যমিক

  • উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রে খবর, চলতি বছরের নভেম্বর এবং ২৫ সালের মার্চে হবে একাদশ শ্রেণির ২টি সিমেস্টার। ২০২৫ সালের নভেম্বেরে দ্বাদশ শ্রেণির প্রথম সিমেস্টার এবং ২৬-এর মার্চে দ্বাদশের দ্বিতীয় সিমেস্টার নিয়ে হবে উচ্চমাধ্যমিক। সেই অর্থে সিমেস্টার ভিত্তিক উচ্চমাধ্যমিকের প্রথম ব্যাচ পরীক্ষায় বসবে ২০২৬ সালে। নতুন পদ্ধতির হাত ধরে পরিবর্তন আসছে প্রশ্নপত্রে। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রে খবর, দ্বাদশ শ্রেণি বা উচ্চমাধ্যমিকের ক্ষেত্রে প্রথম সিমেস্টার হবে MCQ পদ্ধতিতে OMR শিটে। দ্বিতীয় সিমেস্টারে থাকবে সংক্ষিপ্ত ও বর্ণনাত্মক প্রশ্ন। প্র্যাকটিক্যাল ভিত্তিক বিষয়ে ২টি সিমেস্টারের পূর্ণমান হবে ৩৫ নম্বর করে। ৩০ নম্বরের হবে প্র্যাকটিক্যাল। আর প্র্যাকটিক্যালবিহীন বিষয়ে সিমেস্টার পিছু পূর্ণমান হবে ৪০। প্রকল্পের জন্য বরাদ্ধ ২০। ৩০ শতাংশ নম্বর পেলেই পড়ুয়াকে উত্তীর্ণ বলে ধরা হবে। একটি সিমেস্টারে কম নম্বর পেলেও বসা যাবে দ্বিতী সিমেস্টারে। ২টি সিমেস্টারে প্রাপ্ত নম্বর মিলিয়ে হিসেব করা হবে পাস নম্বর। একাদশ শ্রেণির পরীক্ষা হবে স্কুলেই। নিজের স্কুলে সংসদের রুটিন ও গাইডলাইন মেনে পরীক্ষা হবে। থাকছে না টেস্ট। একটি কমন অ্যাডমিট কার্ডেই হবে উচ্চমাধ্যমিকের সিমেস্টার। 

    এক দশক বাদে আগামী বছর বদলে যাবে উচ্চমাধ্যমিকের সিলেবাস । প্রায় ৯০ শতাংশ পর্যন্ত বদলে যাচ্ছে উচ্চমাধ্যমিকের সিলেবাস। ২০২৫ থেকেই ২ সিমেস্টারে উচ্চমাধ্যমিক পরীক্ষা হবে। দিল্লি বোর্ডের আগেই ঘোষণা করে রাজ্য। 


  • আরও পড়ুন :                                 

    রবীন্দ্রজয়ন্তীতে ঝমঝমিয়ে বৃষ্টি দক্ষিণবঙ্গজুড়ে, কলকাতায় তাণ্ডব কালবৈশাখীর?




Education Loan Information:

Calculate Education Loan EMI