কলকাতা : রথ ও উল্টোরথ বৃষ্টি ছাড়া অসম্পূর্ণ। তবে এবার প্রকৃতি একেবারেই খামখেয়ালি। উত্তরবঙ্গে আগেভাগেই আগমন ঘটলেও, দক্ষিণ আসার আগেই থমকে গেল বর্ষা। আর তারপর প্রবেশ করেও কেমন যেন শান্ত। তুমুল বৃষ্টির লেশ মাত্র নেই। আবহাওয়া দফতরের আশঙ্কা, উল্টোরথেও তেমন বৃষ্টি হবে না। যদিও গত সপ্তাহের রেশ বজায় রেখে,  উত্তরবঙ্গে তিন জেলায় ভারী বৃষ্টি চলবে। কিন্তু  দক্ষিণবঙ্গে ছিটেফোঁটা বৃষ্টিতেই সন্তুষ্ট থাকতে হবে। 


আবহাওয়া দফতরের সর্বশেষ আপডেট বলেছে,  মৌসুমী অক্ষরেখা সরে গেছে বাংলা থেকে। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হলেও ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে।  সক্রিয় মৌসুমী অক্ষরেখা দক্ষিণবঙ্গের উপর থেকে সরে গিয়েছে। বৃষ্টির পরিমাণ আরও কমবে দক্ষিণবঙ্গে। বাড়বে গরম এবং আর্দ্রতা জনিত অস্বস্তি।


আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, সোমবার ও মঙ্গলবার দিন অল্পবিস্তর বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে। ক্রমশ বৃষ্টির সম্ভাবনা আরও কমবে। বুধ ও বৃহস্পতিবার বৃষ্টি একেবারেই কম হবে দক্ষিণবঙ্গে। শুক্রবার থেকে ফের একটু আধটু বৃষ্টি হলেও হতে পারে। আপাতত ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।


উত্তরবঙ্গে ক্রমশ বৃষ্টি কমবে। বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা কমবে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতেও। অতিবৃষ্টি ও প্রবল বৃষ্টি কমে যাওয়ায় সোমবার থেকে পরিস্থিতির ধীরে ধীরে উন্নতি উত্তরবঙ্গে। সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তিন জেলায় । দার্জিলিং কালিম্পং ও জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। ৭০ থেকে ১০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। 


এই সপ্তাহে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা থাকবে উত্তরবঙ্গের সব জেলায়। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি সম্ভাবনা দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার জলপাইগুড়ি কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলাতে। 


কলকাতায় সোমবার আংশিক মেঘলা আকাশ। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি। বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। সামান্য বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি। আগামী সাত থেকে দশ দিনে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। 


সোমবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ০.২ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে .৪ ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৬৭ থেকে ৯৪ শতাংশ। আগামী ২৪ ঘন্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২৮ থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। বৃষ্টি হয়েছে সামান্য ১৮.৪ মিলিমিটার।


আরও পড়ুন : 


সোমবার থেকেই শনির প্রকোপে কোন রাশি, কোন রাশির অর্থের ঝনঝনানি? এই সপ্তাহের রাশিফল