কমলকৃষ্ণ দে, সৌরভ বন্দ্য়োপাধ্য়ায়, হুগলি: অবশেষে phd-র জন্য় কাউন্সেলিং হতে চলেছে মাওবাদী নেতা অর্ণব দামের। বর্ধমান বিশ্ববিদ্য়ালয় সূত্রে খবর, আজ অর্থাৎ সোমবারই শুরু হবে ভর্তির প্রক্রিয়া। রবিবার হুগলির সংশোধনাগার থেকে বর্ধমান কেন্দ্রীয় সংশোধনাগারে নিয়ে আসা হল অর্ণব ওরফে বিক্রমকে।


আরও এক ধাপ এগিয়ে, স্বপ্নের কাছে। পিএইচডির স্বপ্ন পূরণ করতে আরও কিছুটা এগিয়ে গেলেন মাওবাদী নেতা অর্ণব দাম। বর্ধমান বিশ্ববিদ্য়ালয় সূত্রে খবর, সোমবারই  কাউন্সেলিং রয়েছে অর্ণবের। তার আগে, রবিবার হুগলির সংশোধনাগার থেকে বর্ধমান কেন্দ্রীয় সংশোধনাগারে নিয়ে আসা হল অর্ণব, ওরফে বিক্রমকে। তবে স্বপ্নের এত কাছে আসা মোটেই সহজ ছিল না অর্ণবের। ছোট থেকে মেধাবী ছাত্র হলেও মাঝপথে পড়াশোনা ছেড়ে দেন তিনি। 


২০১০ সালের শিলদায় EFR ক্যাম্পে মাওবাদী হামলার ঘটনায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হন। এরপর সংশোধনাগারে ফের শুরু করেন পড়াশোনা। জেল থেকে SET-এ উত্তীর্ণ হওয়ার পর, PhD করার ইচ্ছেপ্রকাশ করেন তিনি। আদালতের অনুমতি নিয়ে পুলিশি নিরাপত্তায় বর্ধমান বিশ্ববিদ্যালয়ে এসে পিএইচডি-র জন্য ইন্টারভিউ দেন মাওবাদী নেতা৷ 


বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে PhD করার যোগ্যতা নির্ণায়ক পরীক্ষায় প্রথম হন। অ্যাকাডেমিক স্কোর ও ইন্টারভিউয়ের প্রাপ্ত নম্বরের নিরিখে সর্বোচ্চ নম্বর পান তিনি। তারপর হঠাৎ স্থগিত করে দেওয়া হয় ইতিহাস বিভাগে ভর্তির প্রক্রিয়া।


বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে জেল কর্তৃপক্ষকে চিঠি দিয়ে জানতে চাওয়া হয় কীভাবে ক্লাসে সশরীরে উপস্থিত থাকবেন অর্ণব? সেক্ষেত্রে তাঁকে নিরাপত্তা কারা দেবেন? পিএইচডির বিষয়ে জেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অনুমতি দিয়েছে কি না? যেহেতু তিনি প্রথম স্থান অধিকারী, তাই ভর্তি প্রক্রিয়ার জটিলতা এড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 


বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গৌতম চন্দ্র বলেছিলেন, 'অফলাইন কোর্স ওয়ার্কের ক্ষেত্রে, সশরীরে উপস্থিত থাকতে হয়। অর্ণব দাম-এর নাম যেহেতু মেরিট লিস্টে প্রথমেই আছে এবং ভর্তি প্রক্রিয়া যেহেতু তালিকা অনুযায়ী পর্যায়ক্রমে হয় তাই ভর্তি প্রক্রিয়ার জটিলতা এড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চিঠি দিয়েছে সংশোধনাগার কর্তৃপক্ষকে। জানতে চেয়েছে, কীভাবে উপস্থিত থাকবেন অর্ণব দাম এবং নিরাপত্তা ব্যবস্থা কী হবে?'


সংশোধনাগার সূত্রে খবর, কারামন্ত্রী অখিল গিরির তরফ থেকে সশরীরে উপস্থিত থেকে ক্লাস করার অনুমোদন মিলেছে। সেই অনুমোদন পাওয়ার পরই, রবিবার অর্ণবকে নিয়ে আসা হয় বর্ধমান কেন্দ্রীয় সংশোধনাগারে।  বর্ধমান বিশ্ববিদ্য়ালয়ের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে,আজ সোমবার ইতিহাস বিভাগে ভর্তির প্রক্রিয়া শুরু হবে। সব ঠিক থাকলে অর্ণবকে দিয়েই শুরু হবে কাউন্সেলিং প্রক্রিয়া। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে


আরও পড়ুন:  শরীরের এখানে তিল রয়েছে? জীবনে যে কোনও বিপদ এড়াতে পারবেন আপনি