সুকান্ত মুখোপাধ্যায়, কলকাতা : পুজোর ২ দিন পার। গুপ্তপ্রেস পঞ্জিকা মতে, অষ্টমী পেরিয়ে নবমী পড়ে গিয়েছে। কার্যত পুজোর আর বাকি একটাই দিন। তাই যার যত ঠাকুর দেখার বাকি আছে, শেষ করতে চাইবেন অনেকেই। তাই নজর থাকবে আবহাওয়ার দিকে। অষ্টমী, নবমী শুক্রবার আর শনিবার বিজয়া দশমী। এই দুই দিন কি আকাশের মুখ ভার থাকবে , নাকি ঝমঝমিয়ে নামবে বৃষ্টি ? শেষবেলার ঠাকুর দেখা কি মাটি করতে পারে বৃষ্টি? 


আবহাওয়া দফতর জানাচ্ছে, পুজোর শেষ দুই দিন পরিষ্কার আকাশই থাকবে। বৃষ্টিহীন ভাবেই কাটবে বিসর্জন পর্ব। কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টি হবে খুব অল্প সময়ের জন্য। ভারী বৃষ্টির কোনো সম্ভাবনাই আপাতত নেই। রবিবারের পর আবহাওয়ার কিছুটা পরিবর্তন হবে আবার। লক্ষ্মীপুজোর আগে বৃষ্টির পূর্বাভাস নেই বললেই চলে।


অষ্টমী - নবমী তিথতে মূলত পরিষ্কার আকাশই থাকবে। কখনও আংশিক মেঘলা আকাশ থাকবে, কখনও রোদ ঝলমল করবে আবহাওয়া । তাপমাত্রা স্বাভাবিক এর উপরেই, তাই ঠাকুর দেখতে বেরিয়ে গরমে হাঁসফাঁস করতেই পারেন।  বাতাসে জলীয় বাষ্প থাকায় কিছুটা অস্বস্তি থাকবেই।  


শুক্রবার সকালের দিকে মূলত পরিস্কার আকাশই থাকবে কলকাতায় । কখনো আংশিক মেঘলা আকাশ দেখা যাবে, তবে গরম থেকে স্বস্তি মিলবে না । দুপুরের পর আকাশ একটু মেঘলা হতে পারে।  বিকেল বা সন্ধের দিকে কয়েক পশলা হালকা বৃষ্টি হতে পারে।  ভারী বৃষ্টি হবে না। রাতের ও দিনের তাপমাত্রা স্বাভাবিকের ওপরেই থাকবে । বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় ঘাম থেকে রেহাই মিলবে না। শুক্রবার সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ২.৭ ডিগ্রি সেলসিয়াস বেশি। বৃহস্পতিবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.২ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের তুলনায় যা ০.৬ ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৬২ থেকে ৯২ শতাংশ। আগামী ২৪ ঘন্টায় তাপমাত্রা থাকবে ২৬ থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।


বিক্ষিপ্তভাবে খুব হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে শনিবার বিজয়ার দিনও। কোনো কোনো জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের মধ্যে হুগলি , উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা বেশি আছে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে। আগামী কয়েক দিন এমনই থাকবে আবহাওয়া।