কলকাতা: তীব্র তাপপ্রবাহের (Heat Wave) মাঝে ঝড়-বৃষ্টিতে সবে স্বস্তি ফিরে দক্ষিণবঙ্গে (South Bengal)। তবুও একটা প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে, আগামীকাল কী হবে ? কেমন থাকবে আবহাওয়া ? ঠিক এমন সময় এহেন মুহূর্তেই এল আবহাওয়া দফতরের পূর্বাভাস (Weather Update)। 


দক্ষিণবঙ্গের এই ১০ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের পূর্বাভাস


আলিপুর আবহাওয়া দফতরের ডিডিজিএম সোমনাথ দত্ত জানিয়েছেন, আগামীকাল মঙ্গলবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৬০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইবে। মূলত এই ঝোড়ো হাওয়া ও বৃষ্টি পাবে, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব-পশ্চিম বর্ধমান, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়। ভারী বৃষ্টি হবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলায়। দক্ষিণবঙ্গের বাঁকুড়া জেলা এবং উত্তরবঙ্গের মালদায়, দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। দ্বিতীয় ও তৃতীয় দিন বুধবার ও বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ দমকা ঝোড়ো হাওয়া বইবে।


শুক্রবার অবধি কেমন আবহাওয়া থাকবে ?


তিনি আরও জানিয়েছেন, শুক্রবার বৃষ্টি বাড়বে। ভারী বৃষ্টির পূর্বাভাস নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলাতে।বৃষ্টির সঙ্গে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে  বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়, উত্তরবঙ্গের মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং জলপাইগুড়ি জেলায়। বাকি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে হালকা ঝোড়ো হাওয়া বইবে বলে পূর্বাভাস। শনিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় হবে পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাগুলিতে। দক্ষিণবঙ্গের বাকি জেলাতে এবং উত্তরবঙ্গে বৃষ্টির সঙ্গে হালকা ঝড়ের সম্ভাবনা রয়েছে।


আরও পড়ুন, 'এখনই চাকরি যাচ্ছে না প্রায় ২৬ হাজারের', হাইকোর্টের নির্দেশে সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ


অন্যদিকে ১৯৮০ সালে এপ্রিলে শেষবার কলকাতার পারদ ছুঁয়েছিল ৪১.৭ ডিগ্রি। যা গত কয়েকদিনে ফের জানান দিচ্ছিল প্রকৃতি। তাপপ্রবাহ এতটাই বয়ে চলছিল, হিটস্ট্রোক করে মৃত্যুও হয়েছে এশহরে একজনের। হাওয়া অফিস থেকে বারবার বলা হয়েছে, বাইরে খুব প্রয়োজন না হলে, বেলা ১১ টা থেকে বিকেল ৪ টের মধ্যে না বের হতে। সঙ্গে ছাতা-টুপি-ওআরএস রাখতে। তবে গতকালে মাঝে ঝড়-বৃষ্টিতে স্বস্তি ফিরেছে দক্ষিণবঙ্গে।  


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।