কলকাতা: সুপ্রিম কোর্টে ১৬ জুলাই পর্যন্ত যোগ্য-অযোগ্য সবার চাকরি বহাল। অযোগ্যদের বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশও বহাল। এখনই চাকরি যাচ্ছে না ২০১৬-র এসএসসির প্রায় ২৬ হাজারের। হাইকোর্টের নির্দেশে সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ। নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে (SSC Recruitment Scam Supreme Court Hearing) জুলাই মাসে ফের শুনানি।


হাইকোর্টের কোন কোন নির্দেশের উপর সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ ? 


'এসএসসি যোগ্য-অযোগ্য বিভাজন করতে পারলে পুরো প্যানেল বাতিল ন্যায্য নয়। পুরো প্যানেল বাতিল হলে, তার অভিঘাত অস্বীকার করতে পারে না আদালত', সংক্ষিপ্ত রায়ে এমনই পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। এদিন সুপ্রিম কোর্টের তরফে যে অন্তবর্তী নির্দেশ দেওয়া হয়েছে, সেখানে বলা হয়েছে যে, কলকাতা হাইকোর্টের যে রায় বা নির্দেশ ছিল, তাঁর কোন কোন অংশের উপর এই অন্তবর্তী স্থগিতাদেশ বহাল থাকবে । সেখানে প্রথমত বলা হচ্ছে যে, কলকাতা হাইকোর্টের নির্দেশ যেখানে বলা হয়েছিল, ২৫ হাজার ৭৫৩ জন, যারা চাকরি করছিলেন এই মুহূর্ত পর্যন্ত, তাঁদের চাকরি বাতিল করা হল, সেই অংশের উপর অন্তবর্তী স্থগিতাদেশ দেওয়া হয়েছে, যেটা ১৬ জুলাই অবধি বহাল থাকবে। অর্থাৎ এখনই কাউকে চাকরি হারাতে হচ্ছে না। বা কারও চাকরি এখনই চলে যাচ্ছে, এরকমটা মনে করার কোনও কারণ নেই।


কোন কোন নির্দেশের উপর বাড়ল মেয়াদ ?  


এর পাশাপাশি বিচারপতি দেবাংশু বসাক নির্দেশে বলেছিলেন, যারা প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরে এবং প্যানেলের বাইরে থেকে এবং খালি ওএমআর শিট জমা দিয়ে, যারা চাকরি পেয়েছিলেন, তাঁদের প্রত্যেককে ১২ শতাংশ সুদ সমেত এক মাসের মধ্যে বেতন ফেরত দিতে হবে, এই অংশের উপরে অন্তবর্তী স্থগিতাদেশ দেওয়া হয়েছে। অপরদিকে, অতিরিক্ত শূন্য পদ কেন সরকার তৈরি করেছিল, সেটা সিবিআই-কে খতিয়ে দেখবার জন্য বিচারপতি দেবাংশু বসাক, নির্দেশ দিয়েছিলেন, সেই অন্তবর্তী স্থগিতাদেশের মেয়াদও বাড়ানো হয়েছে। 


আরও পড়ুন, নিয়োগ অবৈধ ৮ হাজার ৩২৪ জনের, সুপ্রিম কোর্টে জানাল SSC


(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


Education Loan Information:

Calculate Education Loan EMI