সঞ্চয়ন মিত্র, কলকাতা: শনিবার সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে আকাশ আংশিক মেঘলা। দুপুর পেরিয়ে বিকেল নামতেই নতুন করে আবহাওয়ার পূর্বাভাস দিল হাওয়া অফিস। আগামীকাল রবিবার কেমন আবহাওয়া থাকবে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে (South Bengal and North Bengal) ? জানাল আবহাওয়া দফতর (Weather Office)।

আবহাওয়া দফতরের তরফে সপ্তর্ষি ঘোষ জানিয়েছেন, উত্তরবঙ্গে বজ্র বৃষ্টি-সহ হালকা বৃষ্টি থাকবে। রবিবার দার্জিলিং ও কালিম্পঙের কিছু এলাকায় দু-এক পশলা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ৪৮ ঘণ্টায় দার্জিলিং, দুই দিনাজপুর, মালদা, কোচবিহারে এই সম্ভাবনা বেশি রয়েছে। তবে বাকি জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া থাকবে। ২৭ তারিখ ও ২৮ তারিখ বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুধুমাত্র দার্জিলিংয়ে। 

দক্ষিণবঙ্গের প্রতিটা জেলায় আজ ও আগামীকাল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া এবং ঝাড়গ্রামে।  মঙ্গলবার  বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে, হাওড়া, দুই মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা এবং হুগলিতে। এছাড়া বাকি জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া থাকবে। তবে ২৭ ফেব্রুয়ারি ফের  বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গের প্রতিটি জেলায়। 

আরও পড়ুন, 'খাবারের খোঁজে লোকালয়ে..', ভোরের আলোয় কাকে দেখে ঘুম উড়ল স্থানীয়দের ?

কোন জেলায় কেমন আবহাওয়া? 

জেলা   তাপমাত্রা, আর্দ্রতা
উত্তর ২৪ পরগনা ২০ ডিগ্রি, ৭৬ % আর্দ্রতা
দক্ষিণ ২৪ পরগনা ২০ ডিগ্রি, ৬৮% আর্দ্রতা
পূর্ব মেদিনীপুর ২১ ডিগ্রি, ৮২% আর্দ্রতা
হাওড়া ১৯ ডিগ্রি, ৬৭% আর্দ্রতা
কলকাতা ২০.৩ ডিগ্রি, ৬৫% আর্দ্রতা
হুগলি ১৯ ডিগ্রি, ৬৮% আর্দ্রতা
পুরুলিয়া ১৭ ডিগ্রি, ৫৮% আর্দ্রতা
ঝাড়গ্রাম ১৮ ডিগ্রি, ৬৮% আর্দ্রতা
পশ্চিম মেদিনীপুর ২১ ডিগ্রি, ৬৫% আর্দ্রতা
বাঁকুড়া  ১৮ ডিগ্রি, ৬০% আর্দ্রতা
পশ্চিম বর্ধমান ১৮ ডিগ্রি, ৬৩% আর্দ্রতা
পূর্ব বর্ধমান ১৮ ডিগ্রি, ৬৪% আর্দ্রতা
বীরভূম ১৮ ডিগ্রি, ৫৬% আর্দ্রতা
মুর্শিদাবাদ ১৫ ডিগ্রি, ৬৪% আর্দ্রতা
নদিয়া ১৯ ডিগ্রি, ৬০% আর্দ্রতা

মূলত গোটা পৌষজুড়ে তেমন শীতের দেখা মেলেনি। উত্তুরে হাওয়ার পথে একাধিক বাধা তৈরি হয়েছিল। তবে সংক্রান্তির আগে থেকেই দক্ষিণবঙ্গে জাঁকিয়ে শীত ফিরেছিল ২৩ জানুয়ারি। ওইদিন ছিল কলকাতায় এই মরশুমের শীতলতম দিন। তবে মরশুমের শীতলতম দিনের পরপরই বেড়েছে বঙ্গের তাপমাত্রা। জানুয়ারির শেষে শীতের কামড়ে বেশ কাবু হয়ে পড়েছিল মহানগর। তারপরই পারদের গ্রাফ উর্ধ্বমুখী। যদিও এবার ফের হল হাওয়া বদল।