Electric Scooter: ইলেকট্রিক বাইকের বেশ চাহিদা বেড়েছে ভারতের বাজারে। পরিবেশবান্ধব বাইক নির্মাণে গাড়ি নির্মাতা সংস্থাগুলিও উদ্যোগী হয়েছে। সাশ্রয়ী জ্বালানির বিকল্প হিসেবে এই সমস্ত ইলেকট্রিক বাইক বা স্কুটার আগামী দিনের অপরিহার্য অঙ্গ হয়ে উঠবে, একথা অনস্বীকার্য। নিত্যদিনের যাতায়াতের জন্য এই সমস্ত ইলেকট্রিক গাড়িই এখন ভরসা। এবার এই সমস্ত ইলেকট্রিক স্কুটারের (E-Scooter) মধ্যে কোনওটার রেঞ্জ বেশি, কোনওটার কম। দেখে নিন ১৫০ কিমি রেঞ্জের মধ্যে সবথেকে সেরা ৩ ইলেকট্রিক স্কুটারের হদিশ। দামে কোনটা কম ? কোনটাই বা আপনার পছন্দ ?


Ather 450X Gen 4


১৫০ কিমি রেঞ্জের মধ্যে এই ইলেকট্রিক স্কুটারটি (E-Scooter) সবথেকে উন্নত বলে মনে করা হয়। এতে রয়েছে ৩.৭ কিলোওয়াট আওয়ারের লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক। স্লিক ডিজাইন, উন্নত ব্যাটারি প্রযুক্তি সব মিলিয়ে ইলেকট্রিক স্কুটারের বাজারে এটি খুবই গুরুত্বপূর্ণ জায়গা দখল করেছে। এর আরেকটি ব্যাটারি প্যাক আছে ২.৯ কিলোওয়াট আওয়ারের যেখানে রেঞ্জ দেবে ১১১ কিমি। তবে রাস্তায় চালালে এটিতে পুরোপুরি ১৫০ কিমি রেঞ্জ পাওয়া যাবে না কোথাও কোথাও, ১১০ কিমি পর্যন্ত অটুট রেঞ্জ পাওয়া যেতে পারে। সর্বোচ্চ গতি এতে উঠবে ৯০ কিমি প্রতি ঘন্টায় এবং মাত্র ৩.৩ সেকেন্ডের মধ্যেই এতে ০-৪০ কিমি গতি উঠতে পারে। ১৭.৭ সেমির একটি টিএফটি টাচস্ক্রিন রয়েছে এতে, যা কিনা ৪ জি কানেক্টিভিটি সম্বলিত। ৬টি রঙের ভ্যারিয়ান্টে পাওয়া যাচ্ছে অ্যাথার এনার্জির এই ইলেকট্রিক স্কুটার যার দাম ১,৪৯,৩৯৩ টাকা।


Flex Kinetic Green


১,০৯,৮৭৪ টাকায় পাওয়া যাচ্ছে এই অভিনব ইলেকট্রিক স্কুটারটি। এর রেঞ্জ ১২০ কিমি। এর সর্বোচ্চ স্পিড ৭২ কিমি প্রতি ঘণ্টায়। চার্জ দিতে সময় লাগে ৫ ঘণ্টা। ভাইব্র্যান্ট ৫টি রঙের ভ্যারিয়ান্টে পাওয়া যাবে এই বাইকটি।


Dolphin Electric Scooter Keagle


এই ইলেকট্রিক স্কুটারটির (E-Scooter) রেঞ্জও একই ১২০ কিমি। এটি পাওয়া যাচ্ছে আমাজন ইন্ডিয়ার অনলাইন স্টোরে। এই মডেলটিতে সর্বোচ্চ গতি ওঠে ৬০ কিমি প্রতি ঘণ্টায়। কোয়ালিটি এবং সেফটির দিক থেকে এটি ৫ স্টার রেটিং পেয়েছে। সিঙ্গল ডিস্ক ব্রেক, রিভার্স ফাংশান, কনভেনিয়েন্ট রিমোট কি, অ্যান্টি থেফট অ্যালার্ম ইত্যাদি সুবিধের সঙ্গে পাওয়া যাচ্ছে এই ই-বাইকটি। এই স্কুটার চালাতে গেলে কোনও ড্রাইভিং লাইসেন্সের দরকার পড়বে না।


আরও পড়ুন: Kawasaki 500: প্রিমিয়াম বাইকের তালিকায় এল কাওয়াসাকির নিঞ্জা ৫০০, দামে হার মানাবে চার চাকাকেও


Car loan Information:

Calculate Car Loan EMI