কলকাতা: সরস্বতী পুজোয় (Saraswati Puja 2024) দুর্যোগপূর্ণ আবহাওয়ার ইঙ্গিত চার জেলায়। সকাল থেকেই একাধিক জেলায় আকাশের মুখ ভার। কোথাও আংশিক মেঘলা আকাশ (Cloudy Sky)। কোথাও আবার পুরোপুরি মেঘলা আকাশ। আজ বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গের সব জেলাতেই। আগামী দু-তিন দিনে আরও একটু তাপমাত্রা বাড়বে। ইতিমধ্য়েই বৃষ্টি শুরু পুরুলিয়া ও বাঁকুড়া-সহ বেশ কিছু জেলায়। তবে শুক্রবার থেকে ফের আবহাওয়ার উন্নতি হবে দক্ষিণবঙ্গে।  


বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গে


আবহাওয়াবিদ জানিয়েছেন, মধ্যপ্রদেশ থেকে ঝাড়খণ্ড পর্যন্ত একটা অক্ষরেখা রয়েছে। ঘুর্ণাবর্ত ও অক্ষরেখার প্রভাব বৃষ্টি মধ্য ভারত পূর্ব ভারতের রাজ্যগুলিতে। বঙ্গোপসাগরে একটি চাপ কাজ করছে। যার প্রভাব আগামী ২৪ ঘণ্টা অবধি  কাজ করবে।সরস্বতী পুজোর দিন হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা পুরুলিয়া, বাঁকুড়া,বীরভূম এবং পশ্চিম বর্ধমানে। সঙ্গে বজ্রপাত ও দমকা ঝোড়ো হাওয়া। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও বিক্ষিপ্ত দু এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ ও বিস্তার বাড়বে দক্ষিণবঙ্গে।


উত্তরবঙ্গেও বাড়বে তাপমাত্রা


উত্তরবঙ্গে বাড়বে তাপমাত্রা। কমবে শীতের আমেজ। আজ বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা মালদা  উত্তর ও  দক্ষিণ দিনাজপুরে। হালকা বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলায়। কাল হালকা বৃষ্টির সম্ভাবনা মালদা , উত্তর ও  দক্ষিণ দিনাজপুরেও। কলকাতা আজ আংশিক মেঘলা আকাশ । সন্ধে ও রাতের দিকে হালকা বৃষ্টির সম্ভাবনা। কাল বৃহস্পতিবার হালকা মাঝারি বৃষ্টির আশঙ্কা। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ১ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক তাপমাত্রা। শুক্রবার থেকে ফের আবহাওয়ার উন্নতি হবে দক্ষিণবঙ্গে।


আরও পড়ুন, সন্দেশখালিকাণ্ডে তোলপাড় রাজ্য, প্রশ্নে পুলিশের ভূমিকা


গোটা পৌষজুড়ে তেমন শীতের দেখা মেলেনি। উত্তুরে হাওয়ার পথে একাধিক বাধা তৈরি হয়েছিল। তবে সংক্রান্তির আগে থেকেই দক্ষিণবঙ্গে জাঁকিয়ে শীত ফিরেছিল ২৩ জানুয়ারি ছিল কলকাতায় এই মরশুমের শীতলতম দিন। তবে মরশুমের শীতলতম দিনের পরপরই বেড়েছে বঙ্গের তাপমাত্রা। জানুয়ারির শেষে শীতের কামড়ে বেশ কাবু হয়ে পড়েছিল মহানগর। তখনই রাতারাতি তাপমাত্রায় লাফ। তারপর ফের শীতের আমেজ ফিরে আসে। তবে তারপরেই হাওয়া অফিস জানিয়েছিল, কনকনে শীতের আমেজ ক্ষণস্থায়ী। পূর্বাভাস সত্যি করেই ধীরে ধীরে শুরু হয়েছে শীতের বিদায় পর্ব।