কলকাতা: কলকাতা-সহ দক্ষিণবঙ্গের ১৫ জেলায় আজ থেকে টানা সোমবার অবধি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির হলুদ ও কমলা সতর্কতা জারি করেছে IMD.  প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গেরও ৫ জেলায়। 

আরও পড়ুন, 'AI দিয়ে বানানো আমার অশ্লীল ছবি পাচার করেছে..', কসবাকাণ্ডের পর TMCP-র ছাত্রনেতাদের বিরুদ্ধে বিস্ফোরক রাজন্যা

কেমন আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গে ?

IMD সূত্রে খবর, মৌসুমি বায়ু এই মুহূর্তে বিকানের, জয়পুর থেকে শুরু করে আসানসোল, কলকাতা হয়ে বঙ্গোপসাগরের দিকে বিরাজ করছে। আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ শুক্রবার ৪ জুলাই কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ বজ্রবিদ্যুৎ-সহ প্রবল বর্ষণের আশঙ্কা রয়েছে। জারি করা হয়েছে হলুদ সতর্কতা। পাশাপাশি শনিবার, রবিবার, সোমবারও হলুদ ও কমলা সতর্কতা জারি থাকছে। একদিন টানা ঝোড়ো হাওয়া ও বৃষ্টির আশঙ্কা রয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, ঝোড়ো হাওয়ার গতিবেগ ৩০ থেকে ৪০ কিমি প্রতি ঘণ্টায় হবে।' 

কেমন আবহাওয়া কলকাতায় ?

কলকাতায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। দু এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। মূলত মেঘলা আকাশ। কখনো আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। রোদ উঠলে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ অনেকটাই বেশি রয়েছে। কলকাতার তাপমান আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৭.২ ডিগ্রি । গতকাল বিকেলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.২ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৮০ থেকে ৯৫ শতাংশ। বৃষ্টি হয়েছে ২.৫ মিলিমিটার।

কেমন আবহাওয়া থাকবে উত্তরবঙ্গে ?

অপরদিকে, উত্তরবঙ্গে আজ এবং আগামীকাল বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির আশঙ্কা থাকছে। উপরের দিকে ৫ জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিংম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

 সাধারণ মানুষের জন্য কীকী সতর্কতা জারি করল IMD ?

বজ্রপাতের আশঙ্কা রয়েছে।  খোলা মাঠ এড়িয়ে চলুন। বজ্রপাত হওয়ার সম্ভাবনা তৈরি হলে, নিরাপদ কোনও আশ্রয় চলে যান তবে বিদ্যুৎ এর খুঁটি এবং গাছকে এড়িয়ে চলুন। ভারী বৃষ্টি নিচু এলাকাগুলিতে জল জমতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ট্রাফিক বিপর্যস্ত হয়ে পড়তে পারে।