কবে থামবে বৃষ্টি ? কলকাতা কি তবে চেরাপুঞ্জি হয়ে গেল? এমন হতাশার কথা অনেকের মুখেই শোনা যাচ্ছিল। অবশেষে সুখবর দিল আবহাওয়া দফতর। বাংলা থেকে বিদায় নিল মৌসুমী বায়ু। উত্তর ও দক্ষিণবঙ্গ থেকে একসঙ্গে বিদায় নিল বর্ষা। সোমবারই ঝাড়খন্ড , বাংলা , সিকিম থেকে বর্ষা বিদায় নিয়েছে। বর্ষা বিদায় রেখা গুয়াহাটির ওপর দিয়ে রয়েছে। অর্থাৎ উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলির কিছু অংশ থেকেও বর্ষা বিদায় নিয়েছে।
বাংলায় আগামী পাঁচ থেকে সাত দিন বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের কোন জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর। কোনও কোনও জেলায় অল্প কিছুক্ষণের জন্য আংশিক মেঘলা আকাশ হতে পারে। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা আরও দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কমবে বলে জানিয়ে দিল আবহাওয়া দফতর।
উত্তরবঙ্গে বৃষ্টির ঘাটতি !জুন মাস থেকে শুরু হওয়া এবারে বর্ষার মরসুমে উত্তরবঙ্গে বৃষ্টির ঘাটতি থেকেই গেল। বর্ষা বিদায় নেওয়ার আগে পর্যন্ত উত্তরবঙ্গে বর্ষার বৃষ্টির ঘাটতি ১৬ শতাংশ। দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির পরিমাণ পজিটিভ। ৮ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সামগ্রিকভাবে। তবে দুই বঙ্গ মিলিয়ে সারা বাংলায় জুন থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত বর্ষার মরশুমে বৃষ্টির পরিমাণ স্বাভাবিক; পজিটিভ এক শতাংশ। এর মধ্যে কলকাতায় ২৩ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে বলে জানাল আলিপুর আবহাওয়া দফতর।
শীতের আবাহন
কয়েকদিনে হাওয়া বদল। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সরে সেই স্থান দখল করবে উত্তর ও উত্তর-পশ্চিমের শীতল হাওয়া। যদিও এখনও বাতাসে জলীয় বাষ্প থাকায় তাপমাত্রা খুব একটা নামছে না বলেই জানাল আলিপুর আবহাওয়া অফিস। কলকাতায় ২৩ থেকে ২৪ ডিগ্রি সেলসিয়াস এবং পশ্চিমের জেলায় আরও দু-তিন ডিগ্রি কমতে পারে। তবে কলকাতায় ১৫ ডিগ্রি সেলসিয়াস এর আশেপাশে না হলে শীতের আমেজ আসবে না।