কলকাতা: দোরগড়ায় দুর্গা পুজো (Durga Puja 2024)। ঠিক তার আগেই ফের আচমকা আর্দ্রতাজনিত অস্বস্তি জ্বালা ধরাচ্ছে। এদিকে যেখানে কয়েকদিন আগেই নিম্নচাপ ও মৌসুমী অক্ষরেখার জোড়া ফলায় বিপর্যস্ত হয়ে পড়েছিল দক্ষিণবঙ্গের একাধিক জেলা। সেই সঙ্গে দোসর হয়েছিল বিতর্কিত ডিভিসি ইস্যু। যদিও এই মুহূর্তে পুজোর আগে কিছুটা স্বস্তি। আগামী ২৪ ঘণ্টায় কেমন থাকবে আবহাওয়া (Weather Update) ? জানাল হাওয়া অফিস।


দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে মহালয়ার দিন অর্থাৎ বুধবার কোনও কোনও জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে। মাঝে মাঝে চড়া রোদ ও জলীয় বাষ্পের কারণে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। অন্যদিকে, উত্তরে দুর্যোগ চলবে। আগামীকাল থেকে বৃষ্টি বাড়বে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায়।


IMD সূত্রে খবর, আগামীকাল দক্ষিণবঙ্গে সেভাবে কোনও দুর্যোগের হলুদ সতর্কতা নেই। তবে কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা থাকছে। আগামী ৪৮ ঘণ্টায় দুই ২৪ পরগনা, মুর্শিদাবাদ ও নদিয়ায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। পাশাপাশি আগামী ৪৮ ঘণ্টায় উত্তরবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পঙে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে।


আবহাওয়া সূত্রে খবর, এদিন কলকাতায় ২৮ থেকে ৩৭ ডিগ্রির মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করছিল। তবে আগামীকাল কলকাতায় ২৭ থেকে ৩৬ ডিগ্রির মধ্যে তাপমাত্রা থাকতে পারে বলেই জানিয়েছে হাওয়া অফিস। পাশাপাশি আর্দ্রতাটা সামান্য হলেও  সকালে একটু কমেছে। আপেক্ষিক আর্দ্রতা ৮০ নিচে নেমে এসেছে। এদিন সকাল সাড়ে আটটায় আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭৯ শতাংশ। কিন্তু বিকেলের দিকে তা সামান্য উপরে ওঠে। বিকেল সাড়ে ৫ টায় তা এসে পৌঁছয় ৭৩ শতাংশে। আগামীকাল কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।


আরও পড়ুন, পুজোয় গঙ্গার নীচ দিয়ে রাতভর দৌড়বে মেট্রো ! রইল সময়সূচি


প্রসঙ্গত, কিছু দিন আগেই নিম্নচাপ ও মৌসুমী অক্ষরেখার জোড়া ফলায় বিপর্যস্ত হয়ে পড়েছিল দক্ষিণ ২৪ পরগনা। দফায় দফায় ভারী বৃষ্টি হচ্ছিল জেলা জুড়ে। বৃষ্টির সঙ্গে বইছিল ঝোড়ো বাতাস।  বৃষ্টির পরিমাণ বেড়ে যাওয়ার সঙ্গে বাতাসের দাপটও বেড়ে গিয়েছিল।জানা যায়, সুন্দরবন উপকূলে ঝড়ের দাপট ছিল ঘন্টা ৫০ থেকে ৬০ কিলোমিটার।ঝড়ের জেরে কাকদ্বীপ মহকুমার নামখানা, সাগর, পাথরপ্রতিমায় একাধিক কাঁচাবাড়ি, গাছ, পানের বরজ ভেঙে পড়েছিল। জলমগ্ন হয়ে পড়েছিল নিচু এলাকাগুলি। নামখানা এলাকায় বেশ কিছু বাড়িতে জল ঢুকে পড়েছিল।  পাশাপাশি গত সপ্তাহ থেকেই উত্তরবঙ্গের দার্জিলিং,জলপাইগুড়ি-সহ একাধিক জেলায় টানা ভারী বৃষ্টি হয়েই চলেছে।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।