নয়াদিল্লি: আজ ভারত-বাংলাদেশ (India vs Bangladesh) দ্বিতীয় টি-টোয়েন্টি (T20 World Cup 2024) ম্য়াচ। প্রথম ম্য়াচে গ্বালিয়রে দুরন্ত জয় ছিনিয়ে নিয়েছে ভারতীয় ক্রিকেট দল। সূর্যকুমার যাদবের নেতৃত্বে ৭ উইকেটে জয় ছিনিয়ে নিয়েছে তাঁরা। আজ জিতলেই সিরিজে পকেটে পুরে নেবে টিম ইন্ডিয়া। টেস্ট সিরিজের পর এবার টি-টোয়েন্টি ফর্ম্য়াটেও সিরিজ জয়ের সুবর্ণ সুযোগ রয়েছে।


প্রথম ম্য়াচে গ্বালিয়রে ব্যাটে-বলে দাপট দেখিয়েছেন ভারতীয় ক্রিকেটাররা। সঞ্জু স্যামসন ও অভিষেক শর্মাকে ওপেনে নামিয়েছিল টিম ম্যানেজমেন্ট। দুজনেই চালিয়ে খেলেছিলেন। সূর্যকুমার যাদবও ব্যাট হাতে দুরন্ত ইনিংস খেলেছিলেন। ১৪ বলে ঝোড়াে ২৯ রানের ইনিংস খেলছিলেন। তবে সবচেয়ে বড় চমক ছিল ভারতীয় বোলিং লাইন আপে ময়ঙ্ক যাদবের অন্তর্ভূক্তি। প্রথম আন্তর্জাতিক ম্য়াচ খেলতে নেমে প্রথম ওভারেই মেডেন দিয়েছিলেন তিনি। এছাড়া তিন বছর পর বরুন চক্রবর্তী জাতীয় দলে প্রত্যাবর্তনেই তিন উইকেট তুলে নিয়েছিলেন। অর্শদীপ সিংহও বোলিং বিভাগকে দুর্দান্ত ভাবে নেতৃত্ব দিয়েছেন। মাত্র ১২৭ রানে টাইগারদের আটকে, পরে তা ১১.৫ ওভারের মধ্যে তুলে নিয়েছিল ভারত। 


দ্বিতীয় ম্য়াচে কি হর্ষিত রানার সুযোগ মিলবে? এই প্রশ্ন এখন চারিদিকে ঘোরাফেরা করছে। কিন্তু হেডকোচ গৌতম গম্ভীর ও অধিনায়ক সূর্যকুমার যাদব হয়ত উইনিং কম্বিনেশন ভাঙতে চাইবেন না। সেক্ষেত্রে ওপেনিংয়ে স্যামসন ও অভিষেক জুটিকেই দেখা যাবে বাকি দুটো ম্য়াচেই। যদি একান্তই একটি স্থানে পরিবর্তন হয়, তবে হয়ত চার নম্বর স্লটের জন্য শিবম দুবের পরিবর্তে তিলক ভার্মাকে দেখা যেতে পারে। 


অরুণ জেটলি স্টেডিয়ামের মাঠ দেশের অন্য়ান্য বহু স্টেডিয়ামের থেকেই বেশ ছোট। পিচ ব্যাটিং সহায়ক। ফলে ব্যাটাররা সহজেই বড় বড় শট হাঁকাতে পারেন, বল নিয়মিত বাউন্ডারি পার করে। সেই কারণেই তো এবারের এবারের আইপিএলে প্রায়শই বড় বড় স্কোর দেখা গিয়েছে এই মাঠে। ব্যাটিং দলগুলি আইপিএলে ১০ ম্যাচের আটটিতেই দু'শোর গণ্ডি পার করেছে। ভারত-বাংলাদেশ ম্য়াচেও এর অন্যথা হওয়ার কথা নয়। ফলে সমর্থকরা প্রচুর চার, ছক্কা দেখার আশা করতেই পারেন।


তবে ম্যাচ যত গড়ায় পিচের চরিত্রও কিন্তু বদলায়। ম্যাচ গড়ালে ২২ গজ স্পিনারদের খানিক সাহায্য করে। কিন্তু ইতিহাস বলছে এই মাঠে প্রথমে বল করা দলগুলি বেশি লাভবান হয়েছে। তাই টস জিতলে এই ম্যাচে দুই দলের অধিনায়কই রান তাড়া করে জিততে চাইবেন বলে আশা করা হচ্ছে।