কলকাতা: ছুটির সকালে আকাশ নীল, তবে কি দুর্যোগ থেকে মিলেছে মুক্তি? আজ সারাদিন কেমন থাকবে আবহাওয়া ? জানাল আইএমডি। আকাশ অপেক্ষাকৃত পরিষ্কার হলেও, রবির সকালে আজও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সাত জেলায় হলুদ সতর্কতা জারি করেছে আএমডি।তবে এই মুহূর্তে কোনও সতর্কতা নেই উত্তরবঙ্গে।

Continues below advertisement

আরও পড়ুন, দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়াকে 'গণধর্ষণ'কাণ্ডে গ্রেফতার ৩, লোকেশন ট্র্যাক করে পাকড়াও করল পুলিশ

Continues below advertisement

আইএমডি সূত্রে খবর, এই তালিকায় রয়েছে, কলকাতা, হাওড়া, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর এবং নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের পূর্বাভাস। পাশাপাশি ৩০ থেকে ৪০ কিমি গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে এই জেলাগুলিতে।   সম্প্রতি দক্ষিণ বাংলাদেশ এবং উত্তর ওড়িশাতে ২টি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছিল। তার জেরেই শনিবার পর্যন্ত উত্তরবঙ্গের আটটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা ছিল। পাশপাশি, শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের আশঙ্কা ছিল। আরেকটু পিছিয়ে দেখলে, শুক্রবার প্রথমার্ধে হলুদ সতর্কতা থাকলেও, পরে কমলা সতর্কতা জারি হয় কলকাতা-সহ পাশ্ববর্তী অঞ্চলগুলিতে। প্রকৃতি যেমন সুন্দর, তেমনই যে ভয়ঙ্করও,তা স্পষ্ট বোঝা যায় উত্তরবঙ্গের এই ছবিগুলো দেখলে।  উত্তরের মত ভয়ঙ্কর না হলেও বৃষ্টি কার্যত বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে। এই আবহে প্রশ্ন হল, কবে কমবে এই বৃষ্টি? আবহাওয়া দফতর বলছে, দক্ষিণ বাংলাদেশ এবং উত্তর ওড়িশাতে ২টি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছিল। তার জেরে, উত্তরবঙ্গের আটটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা ছিল গত শনিবার পর্যন্ত। তবে এই মুহূর্তে ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা আর নেই। অন্য়দিকে, দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কাল অবধি।  বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা,হাওড়া, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। 

প্রাকৃতিক বিপর্যয়ের জেরে উত্তরবঙ্গের ভয়াবহ অবস্থা। অন্য়দিকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় চলছে বিক্ষিপ্ত বৃষ্টি। এই আবহে প্রশ্ন, রাজ্য়ে থেকে কবে বিদায় নেবে বৃষ্টি? কী বলছে আবহাওয়া দফতর? প্রাকৃতিক দুর্যোগে উত্তরবঙ্গের বিস্তীর্ণ অংশ কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। কিন্তু, বিপদ কি কেটেছে? বৃষ্টি কি এবার থামবে? তবে আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস মিলিয়েই উত্তরবঙ্গে শুক্রবারের পর থেকে আবহাওয়ার উন্নতি হচ্ছে। তবে বাংলাদেশে তৈরি হওয়া নিম্নচাপের জেরে আজ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর সূত্রে খবর, রাজ্য়ে মৌসুমী বায়ুর উপস্থিতি থাকায় বৃষ্টি কবে পুরোপুরি থামবে, তা এখনই বলা যাচ্ছে না। কলকাতায়  হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। মেঘলা থাকবে আকাশ। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে রবিবার পর্যন্ত মেঘলা আকাশ থাকবে।