কলকাতা: দিনভর কলকাতা-সহ জেলায় জেলায় হালকা-মাঝারি বৃষ্টি হয়েছে। কিছু জায়গায় ভারী বৃষ্টিও হয়েছে। রাস্তায় জমেছে জল। দুপুর পেরিয়ে বিকেলের পর পরিষ্কার আকাশ দেখে ছাতা নিতে হবে না ভেবে, যারা বেরিয়েছেন, তাঁরাও ভুক্তভোগী দক্ষিণ কলকাতায়। তবে বৃষ্টি হলেও তাপমাত্রায় বড় পরিবর্তন হয়নি। বুধবার রাত থেকে বৃহস্পতিবার এবং শুক্রবার দুর্যোগের আশঙ্কায় হলুদ ও কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। আগামীকাল কেমন থাকবে আবহাওয়া দুই বঙ্গে, বিস্তারিত জানিয়েছে হাওয়া অফিস। 


IMD কলকাতা সূত্রে খবর, আগামীকাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় রয়েছে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কা। কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর এবং দুই বর্ধমানে দুর্যোগের পূর্বাভাসের কথা জানিয়েছে হাওয়া অফিস। পাশাপাশি এদিনও আবহাওয়া দফতরের তরফে মৎস্যজীবীদের জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কারণ প্রায় ৫৫ কিমি প্রতি ঘণ্টায় ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ এর উপকূলবর্তী এলাকায়। তাই ১৩ তারিখ থেকে ১৪ তারিখ অবধি মৎস্যজীবীদের সমুদ্র যেতে নিষেধ করা হয়েছে। 


আবহাওয়া সূত্রে খবর, এদিন কলকাতায় ২৮ থেকে ৩৪ ডিগ্রির মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করছিল। তবে আগামীকাল কলকাতায় ২৭ থেকে ৩২ ডিগ্রির মধ্যে তাপমাত্রা থাকতে পারে বলেই জানিয়েছে হাওয়া অফিস। পাশাপাশি আর্দ্রতাটা সামান্য হলেও বুধবার সকালে একটু কমেছে। আপেক্ষিক আর্দ্রতা ৯০ নিচে নেমে এসেছে। এদিন সকাল সাড়ে আটটায় আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৭ শতাংশ। কিন্তু বিকেলের দিকে তা সামান্য উপরে ওঠে। বিকেল সাড়ে ৫ টায় তা এসে পৌঁছয় ৮৮ শতাংশে।


অপরদিকে, উত্তরবঙ্গের তিন জেলাতেও হলুদ সতর্কতা জারি করা হয়েছে।  বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে, দার্জিলিং, জলপাইগুড়ি এং উত্তর দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। সম্প্রতি দফায় দফায় ভারী বৃষ্টির জেরে বিপর্যস্ত হয়ে ওঠে দক্ষিণ ২৪ পরগনার জনজীবন। বৃষ্টির জেরে কাকদ্বীপ ও ডায়মন্ড হারবার মহকুমার নীচু এলাকা জলমগ্ন হয়ে পড়ে। বৃষ্টির জেরে সুন্দরবনের নদী ও সমুদ্রের জলস্তর বৃদ্ধি পায়। জোয়ারের সময় বাঁধের কানায় জল চলে আসে। সুন্দরবনের বেহাল বাঁধ উপচে জল প্রবেশ করে নামখানা, সাগর ও পাথরপ্রতিমার বেশ কিছু এলাকায়।


 আরও পড়ুন, 'শর্ত মেনে আলোচনা হলে প্রস্তুত', মুখ্যসচিব, মন্ত্রীর সাংবাদিক বৈঠকের পরে স্পষ্টবার্তা জুনিয়র ডাক্তারদের


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।