কলকাতা: মঙ্গলে দুর্যোগের মেঘ ঘনাচ্ছে বলেই আশঙ্কা। রাজ্যে ২১ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের। আগামীকাল উত্তরবঙ্গ ও কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া ? দেখুন একনজরে।
বজ্রপাতের জেরে জেলায় প্রাণও হারিয়েছেন একাধিক। পাশাপাশি একটানা বৃষ্টিতে জলমগ্ন একাধিক এলাকা। এহেন পরিস্থিতিতে রাত পেরোলে কেমন থাকবে মেঘের মেজাজ ? কেমন আবহাওয়া থাকবে আগামীকাল ? জানাল হাওয়া অফিস । IMD সূত্রে খবর, দক্ষিণবঙ্গের ১৫ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে।
হলুদ সতর্কতা রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া,বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায়। তবে এই মুহূর্তে দক্ষিণবঙ্গের মৎসজীবীদের জন্য কোনও বিশেষ বার্তা নেই।তবে জল জমা এবং বজ্রপাত হলে দুটি ক্ষেত্রেই সতর্ক করা হয়েছে। বাজ পড়লেই নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে। কলকাতায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। মঙ্গলবার ফের ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে।
মূলত গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর তৈরি হওয়া ঘূর্ণাবর্ত আগেই সরে গিয়েছে ঝাড়খণ্ডের দিকে। কিন্তু বাংলায় সক্রিয় মৌসুমী অক্ষরেখার জেরে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলছে। আইএমডি সূত্রে খবর, আগামীকালও উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। হলুদ সতর্কতা উত্তরবঙ্গের ৬ জেলায়। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় জেলায় ভারী বৃষ্টি হবে।
আরও পড়ুন, অধ্যক্ষের দায়িত্ব সন্দীপ ঘোষকে ; চাইছে না কলকাতা ন্যাশনাল মেডিক্যাল, প্রশাসনিক ভবনে তালা