অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: পূর্বাভাস মেনেই গতকাল রাতে হালকা বৃষ্টি নেমেছিল কলকাতায়। এদিন আবার দক্ষিণবঙ্গে বৃষ্টির আশঙ্কা ! হালকা বৃষ্টির সম্ভাবনা কলকাতা, হাওড়া ,হুগলি উত্তর- দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে। বাকি জেলায় আংশিক মেঘলা আকাশ থাকতে পারে।
শনিবার হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান,পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলাতে। কলকাতা সহ দক্ষিণবঙ্গে কাল কুয়াশার সতর্কতা।কলকাতা হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে ঘন কুয়াশার সতর্কবার্তা। দৃশ্যমানতা নামবে ২০০ মিটারের নিচে। কোথাও ৫০ মিটারের নিচে চলে যেতে পারে দৃশ্যমানতা। স্বাভাবিকের ওপরে তাপমাত্রা। আগামী ২ থেকে ৩ দিন তাপমাত্রা একই রকম থাকবে। শীতের আমেজে সাময়িক বিরতি। আংশিক মেঘলা আকাশ। কখনও মেঘলা আকাশের সম্ভাবনা।
উত্তরবঙ্গে শনিবার হালকা তুষারপাতের সামান্য সম্ভাবনা। তুষারপাত হবে, দার্জিলিঙে উঁচু পার্বত্য এলাকায়। হালকা তুষারপাতের খুব সামান্য সম্ভাবনা কালিম্পং এর উঁচু পার্বত্য এলাকায়। সিকিমে তুষারপাতের প্রভাব পড়বে দার্জিলিং সহ-সংলগ্ন এলাকায়। উত্তরবঙ্গের ক্ষেত্রে শুধুমাত্র দার্জিলিং ও কালিম্পং পার্বত্য এলাকাতেই বৃষ্টির পূর্বাভাস। শনিবার মেঘলা আকাশ ও বৃষ্টির পূর্বাভাস। বৃষ্টি হতে পারে হালকা; কোথাও খুব হালকা। উত্তরবঙ্গেও ঘন কুয়াশার সতর্কবার্তা। শনিবার ও রবিবার ঘন কুয়াশার সতর্কবার্তা ৫ জেলায়। কাল ও পরশু কুয়াশার সম্ভাবনা বেশি দার্জিলিং জলপাইগুড়ি উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলাতে।
কলকাতায় পূবালী হাওয়ায় ঢুকছে জলীয় বাষ্প। বিক্ষিপ্তভাবে আংশিক মেঘলা আকাশ। আজ ও কাল মেঘলা আকাশ; হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। শনিবার বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে।সামান্য হলেও তাপমাত্রা স্বাভাবিকের উপরে। কলকাতার শীতে সাময়িক ধাক্কা। রাতের তাপমাত্রা এক থাকলেও দিনের তাপমাত্রা আরো বাড়ল। শহরে শীতের আমেজ আরো কমবে। আগামী সপ্তাহে ফের নামবে পারদ। বড়দিনে শীতের আমেজ থাকলেও জাঁকিয়ে শীত নয়।
আরও পড়ুন, বীরভূমের মাটিতে অনুব্রতর অনুগামীদের 'মার' ! বাইকে করে এসে হামলা চালাল কে ?
সুস্পষ্ট নিম্নচাপ দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় এর অবস্থান রয়েছে। উত্তর-পশ্চিম দিকে এগিয়ে এটি দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূল এলাকায় অবস্থান করবে। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা উত্তর-পশ্চিম ভারতে। ২৭ ডিসেম্বর উত্তর-পশ্চিম ভারতে ঢুকবে ঝঞ্ঝা। জেডস্ট্রীম উইন্ড রয়েছে উত্তর পশ্চিম ভারতে। ঘূর্ণাবর্ত থাকবে বাংলাদেশ ও রাজস্থান সংলগ্ন এলাকায়। ভিনরাজ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা অন্ধ্রপ্রদেশ ইয়ানামে। কাল ঘন কুয়াশার দাপট রাজস্থান বিহার ঝাড়খন্ড সিকিম এবং পশ্চিমবঙ্গে। চরম শৈত্যপ্রবাহ রাজস্থানে এবং হিমাচল প্রদেশে। এই দুই রাজ্যে গ্রাউন্ড ফাস্ট এর সম্ভাবনা। শৈত্য প্রবাহ চলবে জম্মু-কাশ্মীর লাদাখ, মুজাফফরাবাদ, হরিয়ানা, চন্ডিগড় এবং রাজস্থানে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।