ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম: নানুর থানার আতকুলা গ্রামে তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের অনুগামীদের মারধরের অভিযোগ উঠল জেলা সভাধিপতি কাজল শেখের অনুগামীদের বিরুদ্ধে। অভিযোগ, শুক্রবার সকালে কাজলের অনুগামীরা গ্রামে ফেরা থুপসরা পঞ্চায়েত তৃণমূল  সদস্য বাবলু শেখকে এবং তার পরিবারের লোকজনকে মারধর করে। এই ঘটনায় বাবলুর ছেলে শেখ আলতাভ আহত হয়। পঞ্চায়েত সদস্যদের পরিবার শুক্রবার বোলপুর মহকুমা পুলিশ আধিকারিকের কাছে অভিযোগ দায়ের করে। 


স্থানীয় সূত্রে জানা গিয়েছে, থুপসরা গ্রাম পঞ্চায়েতের, ব্রাহ্মণখন্ড বাসাপাড়ার তিন নম্বর বুথের তৃণমূল পঞ্চায়েত সদস্য  বাবলু শেখ আতকুলে গ্রামের বাসিন্দা। গত দেড় মাস ধরে গ্রামছাড়া ছিল। বাবলু শেখ অনুব্রত মন্ডল ঘনিষ্ঠ। বৃহস্পতিবার সে গ্রামে ফেরে। অভিযোগ শুক্রবার সকালে ২০-২৫ জন বাইকে করে এসে তার বাড়িতে হামলা করে। পরিবারের লোকজনকে মারধর করা হয়। বাড়িতে চলে ভাঙচুর। 


ফের বীরভূমে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ। অনুব্রত মণ্ডলের অনুগামী নানুরের এক পঞ্চায়েত সদস্য ও তাঁর পরিবারের সদস্যদের মারধরের অভিযোগ উঠেছে জেলা সভাধিপতি ও তৃণমূল নেতা কাজল শেখের অনুগামীদের বিরুদ্ধে। যদিও, নানুরের তৃণমূলের ব্লক সভাপতি গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ অস্বীকার করেছেন।এই শীতেও, বীরভূমের মাটি উত্তপ্ত তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে। ফের প্রকাশ্য়ে চলে সভাপতি অনুব্রত বনাম সভাধিপতি কাজল গোষ্ঠীর লড়াই। বীরভূমে তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের অনুগামীদের মারধরের অভিযোগ উঠল জেলা সভাধিপতি ও তৃণমূল নেতা কাজল শেখের অনুগামীদের বিরুদ্ধে।


আরও পড়ুন, প্রেমের প্রস্তাবে না ছিল নাবালিকার, তুলে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা, পরে হাইড্রেনে ছুড়ে ফেলার কী সাজা আদালতের


স্থানীয় সূত্রে দাবি, গত দেড় মাস ধরে গ্রাম ছাড়া ছিলেন নানুরের তৃণমূলের এই পঞ্চায়েত সদস্য। বৃহস্পতিবার তাঁরা সপরিবারের গ্রামে ফেরেন। অভিযোগ, এরপরই শুক্রবার সকালে কুড়ি থেকে পঁচিশ জন। বাইকে করে এসে হামলা চালায়। অভিযোগ, তাঁরা সকলেই কাজল শেখের অনুগামী। বাড়িতেও ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। পঞ্চায়েত সদস্যদের পরিবার শুক্রবার বোলপুরের SDPO-র কাছে অভিযোগ দায়ের করেছে। নানুর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সুব্রত ভট্টাচার্য বলেন,  কোথাও কোনও অশান্তি হলে পুলিশ-প্রশাসন খতিয়ে দেখে ব্যবস্থা নেবে। আমি দলগতভাবে খতিয়ে দেখব। তৃণমূলে -তৃণমূলে মারামারির কোনও বিষয় নেই। এই বিষয়ে প্রতিক্রিয়ার জন্য ফোন করা হলে, বীরভূমের জেলা সভাধিপতি ও তৃণমূল নেতা কাজল শেখ কোনও মন্তব্য় করতে চাননি।
 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।