কলকাতা: প্রায় প্রত্যহই সূর্যের তেজে নাজেহাল শহরবাসী। রাস্তায় বেরিয়ে অনেকেই ঠাহর করতে পারছেন না। সেই সঙ্গে চরম আর্দ্রতা জনিত অস্বস্তি। আবার কখনও ঝমঝমিয়ে বৃষ্টি। রোদ দেখে অনেকেই ছাতা না নিয়ে বেরিয়ে পড়ছেন বেকায়দায়। একপাশে রোদ, অপরপাশে বৃষ্টি। এভাবেই গেল সারাদিন। সন্ধ্যা পেরিয়ে এখন রাত নেমেছে। আগামীকাল কেমন থাকবে আবহাওয়া ? ফের আশঙ্কার বার্তাই দিল হাওয়া অফিস।


নিম্নচাপের আশঙ্কায় ফের আগামীকাল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস


আইএমডি কলকাতা সূত্রে খবর, নিম্নচাপের আশঙ্কায় ফের আগামীকাল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণবঙ্গের ৩ জেলায় দেওয়া হয়েছে হলুদ সতর্কতা। হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামীকাল কলকাতার আকাশ মেঘলা থাকবে । শুক্রবার সকাল থেকেই অস্বস্তি বাড়িয়েছে আপেক্ষিক আর্দ্রতা। সকাল সাড়ে আটটা নাগাদ কলকাতার আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮১। বিকেল সাড়ে ৫ টায় তা গিয়ে পৌঁছয় ৬৬ শতাংশে। পাশাপাশি আগামীকাল কলকাতায় তাপমাত্রার খুব একটা বদল হবে না। মূলত ২৮ডিগ্রি থেকে ৩৪ ডিগ্রির মধ্যেই চলাফেরা করবে তাপমাত্রা। পাশাপাশি ভারী বর্ষণের সতর্কতা দেওয়া হয়েছে উত্তরবঙ্গে।


আরও পড়ুন, ফের 'স্বাস্থ্যক্ষেত্রে দুর্নীতি' নিয়ে বিস্ফোরক শুভেন্দু, 'শুধু RG Kar নয় ..'


ফের ভারী বৃষ্টির আশঙ্কা জেলায় জেলায়


কয়েকমাস আগেও তাপপ্রবাহে চরম অস্বস্তিকর আবহাওয়া তৈরি হয়েছিল। গ্রীষ্মের দাবদাহে প্রাণ ওষ্ঠাগত হয়েছিল রাজ্য তথা দেশের মানুষের। কবে বর্ষা ঢুকবে, এ নিয়ে রীতিমত সকলেই দিন গুণছিল মানুষ। আর ঠিক সেই সময়েই আশা সত্যি করে দেরি হলেও বাংলায় বর্ষা প্রবেশ করে।কিন্তু সেই বর্ষাও শান্তি বয়ে আনেনি। সম্প্রতি দফায় দফায় ভারী বৃষ্টির জেরে বিপর্যস্ত হয়ে ওঠে দক্ষিণ ২৪ পরগনার জনজীবন। বৃষ্টির জেরে কাকদ্বীপ ও ডায়মন্ড হারবার মহকুমার নীচু এলাকা জলমগ্ন হয়ে পড়ে। বৃষ্টির জেরে সুন্দরবনের নদী ও সমুদ্রের জলস্তর বৃদ্ধি পায়। জোয়ারের সময় বাঁধের কানায় জল চলে আসে। সুন্দরবনের বেহাল বাঁধ উপচে জল প্রবেশ করে নামখানা, সাগর ও পাথরপ্রতিমার বেশ কিছু এলাকায়। এদিকে কাশ ফুল ফোঁটার অপেক্ষায়। মাস পেরোলেই দুর্গা পুজো। তার আগে ফের ভারী বৃষ্টির আশঙ্কা জেলায় জেলায়।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।