সঞ্চয়ন মিত্র, কলকাতা : বর্ষশেষ। চৈত্রের শেষ লগ্নে প্যাচপ্যাচে গরমে কাবু শহর কলকাতা (Kolkata)। আবহাওয়া দফতর কয়েকদিন ধরে বৃষ্টির সম্ভাবনার (rain Forecast) কথা শোনালেও, বৃষ্টির দেখা নেই। কালবৈশাখীর স্বস্তিও পায়নি শহর। 

নববর্ষে গরম কেমন থাকবে ? 
নববর্ষে দক্ষিণবঙ্গে আরও বাড়বে গরম (heat Wave) । থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি। আবহাওয়া দফতর সূত্রে খবর, আপাতত গরমের হাত থেকে রেহাই নেই দক্ষিণ বঙ্গের। উত্তরবঙ্গে যদিও  বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি চলবে।

বৃষ্টির সম্ভাবনা 
গত কয়েকদিন ধরে দফায় দফায় বৃষ্টি ছিল উত্তরবঙ্গে। তাই গরমের তেজ তেমন  ভাবে অনুভূত হচ্ছে না । কিন্তু দক্ষিণবঙ্গে এখনই বৃষ্টির সম্ভাবনা নেই। যদিও কালবৈশাখীর মরসুম, তবে গরম তেমন ভাবে মাত্রাছাড়া না হওয়াতে , কালবৈশাখী বিহীন দক্ষিণবঙ্গ।  আজ সকালের সর্বনিম্ন তাপমাত্রা। ২৭.৭। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.১। স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। 

একনজরে কলকাতার আগামী কয়েকদিনের আবহাওয়া - 

তারিখ সর্বনিম্ন তাপমাত্রা সর্বোচ্চ তাপমাত্রা আবহাওয়া 
14-Apr ২৭.0  ৩৪.০
মেঘলা আকাশ 
15-Apr ২৮.0  ৩৫.০
মেঘলা আকাশ , বৃষ্টি হতে পারে 
16-Apr ২৮.0  ৩৫.০
পরিষ্কার আকাশ
17-Apr ২৭.0  ৩৪.০
মেঘলা আকাশ , বৃষ্টি হতে পারে 
18-Apr ২৭.0  ৩৪.০
মেঘলা আকাশ , বৃষ্টি হতে পারে 
19-Apr ২৭.0  ৩৩.০
মেঘলা আকাশ , বৃষ্টি হতে পারে 
20-Apr ২৭.0  ৩৪.০
পরিষ্কার আকাশ