সঞ্চয়ন মিত্র, কলকাতা : শনিবাসরীয় সকাল শুরু হল মেঘে ঢাকা আকাশে। গুমোট গরম থাকলেও ঝিরিঝিরি বৃষ্টিতে মিলল সাময়িক স্বস্তি। দক্ষিণবঙ্গে এখনও বর্ষাপ্রবেশ করেনি। তবে শুরু হয়েছে প্রাকবর্ষার বৃষ্টি। 

 রবিবার থেকে প্রাক বর্ষার বৃষ্টি বাড়বে

বুধবারের মধ্যে দক্ষিণবঙ্গে ঢুকবে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। রবিবার থেকে প্রাক বর্ষার বৃষ্টি বাড়বে। উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করলেও থমকে আছে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু। আপাতত মালদার উপরে তার অবস্থান। ১৮ থেকে ২১ জুনের মধ্যে ফের সক্রিয় হতে পারে মৌসুমী বায়ু এমনটাই অনুমান আবহবিদদের। 

কলকাতায় মেঘলা আকাশ

কলকাতায় আংশিক মেঘলা আকাশই থাকবে। সকালের দিকে মেঘলা আকাশ ও হালকা বৃষ্টি হলেও পরে দিনভর অস্বস্তিকর গরম আবহাওয়া থাকবে। কলকাতায় শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ৩ ডিগ্রি বেশি। শুক্রবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮.২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে যা ৪ ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৫৩ থেকে ৯২ শতাংশ।

অতি ভারী বৃষ্টি পাহাড়ে

উত্তরবঙ্গে এই সপ্তাহেই বর্ষা প্রবেশ করেছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ৪৮ ঘণ্টায় ওপরের দিকের জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি  হতে পারে। আর উত্তরবঙ্গের নিচের দিকের তিন জেলায় তাপপ্রবাহ চলবে, যদিও সঙ্গে চলবে ভারী বৃষ্টি। আরও পাঁচ দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায়।  উত্তরবঙ্গের সব জেলাতে সোমবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টি হওয়ার কথা। মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে। আগামী ৪৮ ঘন্টায় ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সতর্কতা রয়েছে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ির কিছু অংশে। পার্বত্য এলাকায় ভারী বৃষ্টিতে ধস নামার আশঙ্কাও রয়েছে। এর ফলে পার্বত্য পাদদেশে নিচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা। 

পশ্চিমের জেলাগুলিতে গরম

দক্ষিণবঙ্গে চরম অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। পশ্চিমের জেলা অর্থাৎ পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম সঙ্গে মুর্শিদাবাদ নদীয়া জেলায় তাপপ্রবাহ চলবে রবিবার পর্যন্ত। বাকি জেলাতেও গরম ও অস্বস্তিকর আবহাওয়া। কলকাতা সহ উপকূলের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভবনা। বৃষ্টি হলেও আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। বৃষ্টির পরিমাণ বাড়বে মঙ্গলবার থেকে।

আগামী কয়েকদিন কলকাতার তাপমাত্রা কেমন থাকবে : 

7 Day's Forecast
Date Min Temp Max Temp Weather
17-Jun 31.0 39.0
Partly cloudy sky
18-Jun 30.0 39.0
Partly cloudy sky
19-Jun 30.0 38.0
Partly cloudy sky
20-Jun 29.0 38.0
Partly cloudy sky
21-Jun 29.0 38.0
Partly cloudy sky with possibility of moderate rain or Thunderstorm
22-Jun 29.0 37.0
Partly cloudy sky with possibility of rain or Thunderstorm
23-Jun 28.0 34.0
Partly cloudy sky with possibility of rain or Thunderstorm