ঝিলম করঞ্জাই, কলকাতা : প্রচণ্ড গরম থেকে স্বস্তির সময় আরও ১ দিন বাড়ল । আবহাওয়া দফতরের পূর্বাভাস, সোমবার পর্যন্ত বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি চলবে। আগামী ৪৮ ঘণ্টায় কালবৈশাখী ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। তবে এই কয়েকদিন উত্তরবঙ্গে বৃষ্টির তীব্রতা কম থাকবে।  এক সপ্তাহের মধ্যে তাপপ্রবাহের কোন সম্ভাবনা নেই।  আগামী কয়েক দিন তাপমাত্রা স্বাভাবিক বা স্বাভাবিকের নিচেই থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

কালবৈশাখী আজ কোথায়
আবহাওয়া দফতরের  পূর্বাভাস, মঙ্গলবার থেকে বৃষ্টি কমবে। তাপমাত্রা বাড়তে পারে। মৎস্যজীবীদের জন্য কোন সতর্কবার্তা নেই। শনি ও রবি ঝড় বৃষ্টির সম্ভাবনা প্রবল দক্ষিণবঙ্গে। গত উইকএন্ডের জ্বালাপোড়া গরমের পর একটা আরামদায়ক উইকএন্ডে পেতে চলেছে বঙ্গবাসী।  শনিবার  কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে। তাছাড়াও ঝমঝমিয়ে বৃষ্টি হতে পারে মুর্শিদাবাদ ও পূর্ব মেদিনীপুরে। কালবৈশাখীর মতো পরিস্থিতি হতে পারে বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া, পূর্ব মেদিনীপুর ,উত্তর দক্ষিণ ২৪ পরগনা এই ৬ জেলাতে। ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাসের সঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতে।

উত্তরবঙ্গের আবহাওয়া 
দক্ষিণবঙ্গে রবিবার ও সোমবারেও দমকা ঝোড়ো বাতাস ৩০ থেকে ৫০ কিলোমিটার এবং সঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।  উত্তরবঙ্গে রবিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি এবং ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। হাওয়া অফিসের পূর্বাভাস, সোমবার বৃষ্টি সামান্য বাড়বে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায়। দার্জিলিং এবং জলপাইগুড়িতে ঝোড়ো হাওয়া বইবে,  বাতাসের গতিবেগ হবে ৪০ থেকে ৫০ কিলোমিটার হতে পারে। বাকি জেলায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সঙ্গে বৃষ্টির সম্ভাবনা। 

আগামী ৭ দিন কেমন থাকবে কলকাতার তাপমাত্রা 

7 Day's Forecast
Date Min Temp Max Temp Weather
10-May 22.0 30.0
Rain or Thundershowers with strong gusty winds
11-May 22.0 32.0
Rain or Thundershowers with strong gusty winds
12-May 23.0 33.0
Partly cloudy sky with possibility of moderate rain or Thunderstorm
13-May 24.0 33.0
Partly cloudy sky with possibility of moderate rain or Thunderstorm
14-May 25.0 34.0
Partly cloudy sky with possibility of development of thunder lightning
15-May 27.0 35.0
Partly cloudy sky
16-May 27.0 35.0
Partly cloudy sky

আরও পড়ুন :

ইসকনে ময়ূরপঙ্খী নৌকোয় বিহারে বেরোলেন রাধামাধব, চন্দনে চর্চিত হয়ে 'স্বস্তি পেলেন' ঈশ্বর