সঞ্চয়ন মিত্র, কলকাতা: অসহ্য গরম থেকে অবশেষে মুক্তির ইঙ্গিত। সপ্তাহের শেষে বদলে যেতে পারে আবহাওয়া। সপ্তাহান্তে রাজ্যে হাওয়া বদলের ইঙ্গিত আবহাওয়া দফতরের। শনিবার দক্ষিণবঙ্গের ৮ জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবি থেকে মঙ্গলবারের মধ্যে ভিজবে কলকাতাও। যদিও আজ ও কাল কলকাতা-সহ রাজ্যের বেশ কয়েকটি জেলায় তাপপ্রবাহ চলবে। গতকালও বাঁকুড়ার তাপমাত্রা ছিল ৪৪ ডিগ্রি সেলসিয়াস। ৬ জেলায় ৪৩ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে পারদ। কলকাতার তাপমাত্রা কালও ৪০ ডিগ্রির ওপরে ছিল। ঘরের পাশে সল্টলেকে পারদ ছিল ৪২ ডিগ্রির ঘরে। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম ও বীরভূম, দক্ষিণবঙ্গের এই ৫ জেলায় আজ চরম তাপপ্রবাহ চলবে। 


উত্তরবঙ্গের মালদা এবং দুই দিনাজপুরেও আজ তাপ প্রবাহের সতর্কতা জারি থাকছে। শনিবার থেকে রাজ্যে পরিস্থিতি বদলাবে। বৃষ্টি কম হলেও সব জায়গাতেই তাপমাত্রা ২-৩ ডিগ্রি কমবে। তবে বজায় থাকবে অস্বস্তি।


কলকাতায় বৃষ্টির সম্ভাবনা:
কলকাতাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার থেকে মঙ্গলবার-এর মধ্যে বৃষ্টি হতে পারে কলকাতায়। আজও তাপপ্রবাহের মতো পরিস্থিতি কলকাতাতে বজায় থাকবে। শুক্রবার বেলার দিকে অথবা শনিবার আবহাওয়ার বদল হবে। আংশিক মেঘলা আকাশ। বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি। কলকাতাতে রবিবার থেকে মঙ্গলবারের মধ্যে হালকা বৃষ্টির সম্ভাবনা বাড়বে। কলকাতায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৯.১ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০.৬ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি বেশি। উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলায় হালকা বৃষ্টি চলবে। আজ, বৃহস্পতিবার উত্তরবঙ্গের তিন জেলা এবং দক্ষিণবঙ্গ জুড়ে তাপপ্রবাহ চলবে।


গতকাল বিকেলের সর্বোচ্চ তাপমাত্রার পরিসংখ্যানে বাঁকুড়া জেলা ৪৪ ডিগ্রি পার করে গিয়েছে। ৬ জেলায় ৪৩ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে পারদ। রাজ্যের ৫ জেলায় তাপমাত্রা ছিল ৪২ ডিগ্রি সেলসিয়াস বা তারও বেশি। রাজ্যের ১৯টি জেলাতে ৪০ ডিগ্রি সেলসিয়াস বা তার উপরে ছিল তাপমাত্রা। বৃহস্পতিবারও একই রকম থাকবে তাপমাত্রা থাকবে বলে মনে করছেন আবহাওয়াবিদদের। তবে ভাল খবর এই যে, শুক্রবার থেকে রবিবারের মধ্যে দক্ষিণবঙ্গে দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা কমতে পারে বলে আশ্বাস আবহাওয়াবিদদের।


আজও তাপপ্রবাহ:
আজও দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় চরম তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে। সিভিয়ার হিটওয়েভ (Severe Heatwave) বা চরম তাপপ্রবাহ চলবে বাঁকুড়া,পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম,বীরভূমে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে শুক্রবার পর্যন্ত  তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে। সেদিন থেকেই রাজ্যে আবহাওয়া সামান্য বদলাতে পারে। আংশিক মেঘলা আকাশ থাকতে পারে। শনিবার দক্ষিণবঙ্গের আট জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা। এই ৮ জেলা ছাড়াও বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে সোম বা মঙ্গলবার পর্যন্ত। বৃষ্টি কম হলেও বেশ কিছুটা কমে যাবে তাপমাত্রা। যদিও আর্দ্রতাজনিত অস্বস্তিকর পরিস্থিতি বজায় থাকবে। তাপপ্রবাহ বা লু বইবার সম্ভাবনা সাময়িকভাবে আর থাকবে না।


উত্তরবঙ্গের পাহাড়ি এলাকা বাদ দিয়ে উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে অস্বস্তিকর পরিস্থিতি বজায় থাকবে শুক্রবার পর্যন্ত। একই সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে জলপাইগুড়ি কোচবিহার এবং আলিপুরদুয়ারে। উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং বৃষ্টি চলছে। আজও বিক্ষিপ্তভাবে দার্জিলিং কালিম্পং শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পর উপরের দিকে জেলাগুলিতে তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি কমতে পারে।


আরও পড়ুন: ৬০ পেরিয়েও দুরন্ত ফিটনেস! স্কাইডাইভিংয়ে জোড়া রেকর্ড ১০১ ষাটোর্ধ্বের