Goldoson Malware : গুগল প্লে স্টোরের অ্যাপে ম্যালওয়্যার পাওয়া গেছে। এই অ্যাপগুলির সংখ্যা ৬০ এর কাছাকাছি। বলা হচ্ছে,  অ্যাপগুলি প্রায় ১০০ মিলিয়ন বার ডাউনলোড হয়েছে।


Cyber Attack: কী বলছে ম্যাকাফির গবেষণা


ম্য়াকাফির গবেষকরা বলেছেন, Google Play স্টোরে 'Goldoson' নামে একটি নতুন অ্যান্ড্রয়েড ম্যালওয়্যার পাওয়া গেছে, যা মোট ১০০ মিলিয়ন বার ডাউনলোড সহ ৬০টি অ্যাপে পাওয়া গেছে। এই সংখ্যা সত্যিই বিস্ময়কর। ম্যাকাফির গবেষণা দল এই ম্যালওয়্যারটি আবিষ্কার করেছে। এই ম্যালওয়্যারটি মানুষের সংবেদনশীল ডেটা সংগ্রহ করতে সক্ষম, যার মধ্যে রয়েছে ব্যবহারকারীদের ইনস্টল করা অ্যাপ, ওয়াইফাই ও ব্লুটুথ যুক্ত ডিভাইস ও জিপিএস তথ্য।


Goldoson Malware : অজান্তেই ডেভেলপাররা এই কাজটি করেছে
ব্লিপিং কম্পিউটারের রিপোর্ট অনুযায়ী, ম্যালওয়্যার উপাদানটি একটি তৃতীয় পক্ষের লাইব্রেরির সাথে লিঙ্ক করা হয়েছে যা ডেভেলপাররা অসাবধানতাবশত ৬০টি অ্যাপে অন্তর্ভুক্ত করেছে। এখন এই অ্যাপগুলো প্লে স্টোরে পাওয়া যাচ্ছে ও লাখ লাখ মানুষ সেগুলো ডাউনলোড করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, এই ম্যালওয়্যার ব্যবহারকারীদের অনুমতি ছাড়াই ব্যাকগ্রাউন্ডে বিজ্ঞাপনে ক্লিক করে প্রতারণা করতে পারে।


Cyber Attack: গোল্ডসন কীভাবে কাজ করে
যখন একজন ব্যবহারকারী গোল্ডোসন ম্যালওয়্যার যুক্ত একটি অ্যাপ চালান, তখন লাইব্রেরি ডিভাইসটিকে রেজিস্টার্ করে ও প্রতারক রিমোট সার্ভার থেকে এর কনফিগারেশন রিকভার করে। এরপরই ঘন ঘন গোল্ডোসন সংক্রামিত ডিভাইসে ডেটা-চুরি ও বিজ্ঞাপনে-ক্লিকিংয়ের মতো ফাংশনগুলি সক্রিয় করে দেয়। 


বেশিরভাগ প্রতিবেদনে বলা হয়েছে, ডেটা সংগ্রহের প্রক্রিয়াটি সাধারণত প্রতি দুই দিনে সক্রিয় হতে সেট করা হয়। অ্যান্ড্রয়েড 11 এর পরে অ্যান্ড্রয়েডকে অনেক বেশি সুরক্ষিত করা হয়েছে, তবে রিপোর্ট অনুসারে, গোল্ডসন OS এর নতুন সংস্করণ থাকা সত্ত্বেও অ্যাপের সংবেদনশীল ডেটার ১০ শতাংশ অ্যাক্সেস করার অধিকার ছিল। আশ্চর্যের বিষয় হল ব্যবহারকারীরা এই বিষয়ে কিছুই জানতে পারেন না । অথচ গোপনে কাজ করে যায় ম্যালওয়্যার যুক্ত অ্যাপগুলি।


Cyber Crime: ভারতে ক্রমশ বাড়ছে সাইবার ক্রাইম (Cyber Crime)। বিশেষ করে মহিলারা শিকার হচ্ছে সাইবার হ্যারাসমেন্টের (Cyber Harassment)। বেশিরভাগ ক্ষেত্রেই এই সমস্যা তৈরি হয় সোশ্যাল মিডিয়ার (Social Media) বিভিন্ন মাধ্যমে। এই সাইবার ক্রাইমের ফাঁদে পা না দিয়ে নিজেকে সুরক্ষিত এবং নিরাপদে রাখার জন্য রয়েছে টেক-টুল। মূলত সাইবার ক্রাইমের মাধ্যমে আর্থিক প্রতারণার শিকার হন মহিলারা। সেই সঙ্গে শুরু হয় ব্ল্যাকমেল এবং মহিলাদের সম্মানহানির চেষ্টা। এই গোটা বিষয়টাই এড়িয়ে যাওয়া সম্ভব প্রযুক্তির সাহায্যে। বিভিন্ন সোশ্যাল মিডিয়া মাধ্যমে মহিলাদের নিরাপত্তারক্ষী হিসেবে কাজ করবে এইসব টেক-টুল। Anti - Spyware Software, Malware Removal, Caller Identification App, Security Analytics Platform ছাড়াও Encrypted File Transfer সাইবার হানা থেকে অনেকটাই রক্ষা করে।


আরও পড়ুন : Loan Recovery: ঋণের টাকার জন্য হেনস্থা করছে ব্যাঙ্কের এজেন্ট, কী করতে হয় জানেন ?