সঞ্চয়ন মিত্র, কলকাতা : শীতের (Winter) আমেজ একটু একটু করে ঘরে ধরছিল শহরটাকে। শহরতলি বা গ্রামগঞ্জে তো সারাবছর শীতঘুমে থাকা মোটা চাদর, কম্বলটিও বেরিয়ে পড়েছে। কিন্তু আপাতত জাঁকিয়ে পড়ছে না ঠান্ডা। এমনটাই জানিয়ে দিল আবহাওয়া দফতর। (WB Weather Update)
শীতের আমেজ কমবে
মঙ্গলবার ঊর্ধ্বমুখী হবে পারদ। জেলায় জেলায় শীতের আমেজ কমবে। নভেম্বরের ৩ তারিখ পর্যন্ত তাপমাত্রা দু-তিন ডিগ্রি বাড়তে পারে। বৃহস্পতি ও শুক্রবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও দক্ষিণ ২৪ পরগনায়। বৃষ্টির পর মেঘ কেটে গেলে ফের তাপমাত্রা নামতে পারে।
হালকা বৃষ্টি কোথায় কোথায়
বুধবার থেকে শুক্রবারের মধ্যে খুব হালকা বৃষ্টি হতে পারে দার্জিলিং ও কালিম্পঙের কিছু এলাকায়। পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।কলকাতায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৩.১ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি।
নতুন করে না কমলেও হালকা শীতের আমেজ থাকবে। রাতের তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে আগামী কয়েক দিন। শীতের আমেজ কিছুটা কমে যাওয়ার আশঙ্কা। তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে নভেম্বরের প্রথম তিন চার দিনে। হেমন্তের আবহাওয়ায় তাপমাত্রা ওঠানামা করবে আগামী বেশ কিছুদিন। এমনটাই পূর্বাভাস আবহাওয়া দফতরের।
কলকাতার হাল হকিকত
কলকাতায় মূলত আকাশ পরিষ্কারই থাকবে। আগামী কয়েক দিনে পূবালী হাওয়ায় জলীয় বাষ্প ঢুকবে। তাই কখনও কখনও আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা রয়েছে। সকাল ও সন্ধ্যা মনোরম আবহাওয়া বজায় থাকবে। বেলা বাড়লে সামান্য গরম ও অস্বস্তি হতে পারে। কলকাতায় মঙ্গলবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৩.১ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। সোমবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক।
আগামী ৭ দিন কলকাতার আবহাওয়া
7 Day's Forecast | ||||
Date | Min Temp | Max Temp | Weather | |
31-Oct | 23.0 | 31.0 | Partly cloudy sky | |
01-Nov | 24.0 | 32.0 | Partly cloudy sky | |
02-Nov | 25.0 | 32.0 | Partly cloudy sky | |
03-Nov | 25.0 | 32.0 | Partly cloudy sky | |
04-Nov | 25.0 | 33.0 | Partly cloudy sky | |
05-Nov | 24.0 | 33.0 | Partly cloudy sky | |
06-Nov | 24.0 | 33.0 | Partly cloudy sky |
সূত্র : IMD