ঝিলম করঞ্জাই, কলকাতা : কাল, রবিবার বিকালে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝড় হতে পারে। বৃষ্টির পরিমাণও বাড়বে। তবে, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া ও পশ্চিম বর্ধমান জেলায় গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকতে পারে। সোমবার থেকে আবহাওয়ার বেশ পরিবর্তন হবে। তাপমাত্রা কমতে শুরু করবে। মেঘলা আকাশে বৃষ্টির সম্ভাবনা থাকবে। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার অবধি বৃষ্টির পরিমাণ আরও একটু বাড়তে পারে। দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়।
এদিকে দুর্যোগের আবহেই রবিবারেও আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। কোচবিহার এবং আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলতে থাকবে। দার্জিলিং ও কালিম্পঙের পার্বত্য এলাকায় ভারী বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো বাতাসের সম্ভাবনা রয়েছে। এছাড়াও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো বাতাস বইবে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। সোমবার থেকে বুধবার দার্জিলিং , কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। ৭০ থেকে ১১০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। মালদা এবং দুই দিনাজপুরে ও বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস।
এদিকে দক্ষিণবঙ্গে আগামী চার-পাঁচ দিনের মধ্যে বর্ষা ঢোকার প্রবল সম্ভাবনা রয়েছে। ১৮ জুন থেকে ২০ জুনের মধ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু দক্ষিণবঙ্গে প্রবেশ করতে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের।
ভারতের মৌসম ভবন জানিয়েছে, আগামী চার -পাঁচ দিনের মধ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু উত্তরবঙ্গের বাকি অংশ এবং দক্ষিণবঙ্গের গাঙ্গেয় অঞ্চলের কিছু অংশে ঢুকে পড়বে।
অর্থাৎ মঙ্গলবার থেকে বৃহস্পতিবারের মধ্যে বা আগামী সপ্তাহের মাঝামাঝি বর্ষা ঢোকার প্রবল সম্ভাবনা রয়েছে। এই পরিস্থিতিতে আশায় বুক বাঁধছে দক্ষিণবঙ্গবাসী। কারণ, প্রবল গরমে কার্যত নাজেহাল হয়ে গেছে এখানকার মানুষ। একটু স্বস্তির খোঁজে বৃষ্টির অপেক্ষায় তাঁরা।
এদিকে উত্তরবঙ্গে আরও পাঁচ দিন প্রবল বৃষ্টি ও দুর্যোগ চলবে। অতি বৃষ্টিতে দুর্যোগে দুর্ভোগ বাড়বে। ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উপরের দিকের পাঁচ জেলাতেই ভারী বৃষ্টি চলবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলাতে ভারী বৃষ্টির সঙ্গে দমকা বাতাসের পূর্বাভাস। সিকিম ভুটান সহ উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে ব্যাপক বৃষ্টির প্রভাব পড়বে উত্তরবঙ্গের নদী গুলিতে।