কলকাতা: প্রেক্ষাগৃহে হাজির হয়েছেন দর্শকের প্রিয় জুটি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee) ও ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Senguptr) তাঁদের একসঙ্গে অভিনীত পঞ্চাশতম ছবি 'অযোগ্য' (Ajogyo) নিয়ে। কৌশিক গঙ্গোপাধ্যায়ের পরিচালনায় তৈরি ছবি ইতিমধ্যেই ভালবাসা ও প্রশংসাও পাচ্ছে ভালই। আর জীবনের এমন মাইলস্টোন ছবির এক বিশেষ স্ক্রিনিংয়ের আয়োজন করলেন টলিউডের সুপারস্টার। হাজির হলেন তাঁর সকল 'মা'য়েদের নিয়ে। মানেটা ঠিক কী?


পর্দার মায়েদের সঙ্গে 'অযোগ্য' দর্শন প্রসেনজিতের


শনিবার নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডল থেকে একটি ভিডিও পোস্ট করেন অভিনেতা যেখানে দেখা যাচ্ছে পাশাপাশি বসে রয়েছেন মাধবী মুখোপাধ্যায়, শকুন্তলা বড়ুয়া, লিলি চক্রবর্তী, অনামিকা সাহা, সঙ্গে দাঁড়িয়ে লাবণী সরকার। আর সকলের সঙ্গে একে একে পরিচয় করিয়ে দিচ্ছেন তারকা অভিনেতা। এঁরা প্রত্যেকেই প্রসেনজিতের কেরিয়ারে কখনও না কখনও তাঁর মায়ের চরিত্রে অভিনয় করেছেন। তাঁদের সঙ্গেই এদিন 'অযোগ্য' দেখতে এলেন অভিনেতা। 


ভিডিওয় মাধবী মুখোপাধ্যায়কে দেখিয়ে অভিনেতা বললেন, 'আমার ৫ বছর বয়সের যিনি মা, তিনি আজকে এখানে আছেন। নাম বলার প্রয়োজন পড়ে না'। পরিচয় পর্ব চলল। এরপর শকুন্তলা বড়ুয়াকে দেখিয়ে বললেন, 'আমার কাল্ট ফিল্ম 'অমর সঙ্গী', যেখান থেকে আমি প্রসেনজিৎ হলাম, সেই মা এখানে।' এরপর লিলি চক্রবর্তী, 'অযোগ্য' ছবিতেও অভিনয় করেছেন তিনি, মায়ের চরিত্রে। তাঁকে দেখে প্রসেনজিতের মন্তব্য, 'ইনি এখন কাঁপাচ্ছেন'। এরপর অনামিকা সাহা। নেতিবাচক শাশুড়ি বা মায়ের চরিত্রে যাঁর জুড়ি মেলা ভার। প্রসেনজিৎ বলেন, 'কখনও শাশুড়ি, কখনও মা, প্রচুর ঝগড়া হয়েছে আমার সঙ্গে'। এরপর খোঁজ পড়ে প্রসেনজিতের 'সবচেয়ে ছোট মা'য়ের অর্থাৎ লাবণী সরকারের। অভিনেতাকে বলতে শোনা যায়, 'আমার সবচেয়ে ছোট বয়সের মা। আমি শট দিতাম, ওকে প্রণাম করতাম। শটের পরে ও আমাকে প্রণাম করত।'


 






আরও পড়ুন: Maharaj Film Controversy: ধর্মগুরুর বিরুদ্ধে যৌন উৎপীড়নের মামলা, উত্তাল হয়েছিল পরাধীন ভারত, বিতর্কে আমিরের ছেলের ছবিও


এদিন ভিডিও পোস্ট করে ক্যাপশনে তিনি লেখেন, 'আমার সব রুপোলি পর্দার মায়েদের আশীর্বাদ নিয়ে আজ আমি অযোগ্য থেকে যোগ্য'। গত সপ্তাহে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে 'অযোগ্য'। আজকের বিশেষ স্ক্রিনিংয়ে হাজির ছিলেন ঋতুপর্ণা সেনগুপ্তও। বলাই বাহুল্য প্রসেনজিতের এই ভিডিও দেখে আপ্লুত নেটিজেনরাও। তাঁরা প্রশংসায় ভরালেন কমেন্ট বক্স।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।