Board Exam Rule: এবার থেকে দশম ও দ্বাদশ শ্রেণির ছাত্রীদের জন্য পরীক্ষাকেন্দ্রে বিশেষ ব্যবস্থা থাকবে। থাকবে প্রয়োজনীয় বিশ্রামাগারও যেখানে কোনও ছাত্রী পরীক্ষা দিতে গিয়ে অসুস্থ বোধ করলে বিশ্রাম নিতে পারবে। এমনকী সমস্ত পরীক্ষাকেন্দ্রে বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিনও (Menstrual Hygiene) রাখা হবে যাতে ঋতুকালীন সময়ে ছাত্রীদের পরীক্ষা দেওয়াতে কোনও অসুবিধে সৃষ্টি না হয়। গত বৃহস্পতিবার একটি বিবৃতিতে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক (Union Education Ministry) এই বার্তা দিয়েছেন।
দেশের সমস্ত রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চলের স্কুলের জন্য, সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, কেন্দ্রীয় বিদ্যালয় সমিতিকে এই নিয়ম এবার থেকে মেনে চলতে হবে। শিক্ষামন্ত্রকের বার্তা অনুযায়ী ঋতুকালীন সময়ে স্বাস্থ্য বিষয়ে সচেতনতা রাখা জরুরি এবং এমন ব্যবস্থাপনা রাখতে হবে যাতে কোনওভাবেই ছাত্রীদের পড়াশোনার মাঝে, তাদের পরীক্ষার পারফরম্যান্সের উপর ঋতুকালীন সমস্যা প্রভাব না ফেলে তা দেখতে হবে।
এই বিবৃতিতে শিক্ষামন্ত্রক (Union Education Ministry) জানিয়েছে যে, বোর্ডের পরীক্ষায় দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষার্থীদের জন্য পরীক্ষাকেন্দ্রেই থাকবে বিনামূল্যের স্যানিটারি ন্যাপকিন। পরীক্ষা চলাকালীন যাতে ছাত্রীদের কোনও সমস্যায় না পড়তে হয়, মাসিক (Menstrual Hygiene) চললে প্রয়োজনে সাহায্য পেতে পারে, সেই ব্যবস্থা রাখা হবে। ঋতুকালীন সমস্যা দেখা দিলে পরীক্ষাকেন্দ্রে নির্দিষ্ট বিশ্রামকক্ষে বিরতি নিতে পারেন ছাত্রীরা। পরীক্ষা চলার সময় যাতে পরীক্ষার্থীর মনোযোগ ও মানসিক ভারসাম্য বিঘ্নিত না হয়, তাঁর জন্যেই এই ব্যবস্থা।'
শিক্ষা মন্ত্রকের পক্ষ থেকে আরও জানানো হয়েছে যে, শিক্ষার্থী, শিক্ষক ও শিক্ষাকর্মীদের মধ্যে ঋতুচক্র বা মাসিককালীন সময়ে স্বাস্থ্য সচেতনতা বিষয়ে শিক্ষামূলক কর্মসূচি আয়োজন করতে হবে। এই পদ্ধতির মাধ্যমে মাসিক (Menstrual Hygiene) বিষয়ে স্টিগমা দূর করা এবং স্কুলগুলিতে স্বাচ্ছন্দ্যকর পরিবেশ গড়ে তোলার চেষ্টা করা হবে। শিক্ষামন্ত্রক (Union Education Ministry) নির্দেশ দিয়েছে মাসিককালীন চাহিদার বিষয়ে সমস্ত ছাত্রীকে সম্মান ও শ্রদ্ধা প্রদর্শন করতে হবে। একইসঙ্গে তাদের মানসিকভাবে জোর দিতে হবে যাতে তারা সব সমস্যা কাটিয়ে পরীক্ষা দিতে পারে, তাদের মেধার সঠিক প্রয়োগ করতে পারে'।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: UGC NET 2024: জুনে নেট দেবেন ? প্রকাশ্যে অ্যাডমিট কার্ড- কী কী বিষয় মাথায় রাখতে হবে ?
Education Loan Information:
Calculate Education Loan EMI