কলকাতা : কেক, সান্তা, চারিদিকে উৎসবের আমেজ। ঝলমলে আলোয় সেজে উঠেছে পার্ক স্ট্রিট থেকে বো ব্যারাক। কিন্তু এই সপ্তাহে শীতের আমেজ আদৌ থাকবে তো? শেষ ডিসেম্বরের ঠান্ডায় জ্যাকেট, পুলওভারের ওম গায়ে মেখে ভিড় ঠাসা পথে হাঁটার আনন্দ কি মিলবে? আবহাওয়া দফতরের পূর্বাভাস, উষ্ণ বড়দিনের পরও তাপমাত্রা হঠাৎ নামবে না।
বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্তের প্রভাবে পৌষের মাঝামাঝি উধাও শীত। সকাল থেকে কলকাতায় ঘন কুয়াশা। বেলা গড়ালে পরিষ্কার আকাশ। এর পাশাপাশি, ফের ঊর্ধ্বমুখী পারদ। আজ কলকাতার সর্বনিম্ন ২০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের ৬ ডিগ্রি বেশি। গত ২ দিনে সাড়ে ৫ ডিগ্রি বেড়েছে তাপমাত্রা।
রবিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় কুয়াশার দাপট থাকবে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে দার্জিলিং, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরের দু’-এক জায়গায়। দক্ষিণবঙ্গেও কাল বৃষ্টির সম্ভাবনা থাকছে বীরভূম এবং মুর্শিদাবাদের দু’-এক জায়গায়।
কলকাতা
সকালে কুয়াশা, পরে পরিষ্কার আকাশ। বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। শীতের আমেজ উধাও বুধবার পর্যন্ত।
সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২০ দশমিক 4 ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা কলকাতায় ছিল ২৮ দশমিক ৭ ডিগ্রি। বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ ৯৬ শতাংশ।
7 Day's Forecast | ||||
Date | Min Temp | Max Temp | Weather | |
26-Dec | 18.0 | 29.0 | Fog/mist in the morning and mainly clear sky later | |
27-Dec | 18.0 | 29.0 | Fog/mist in the morning and mainly clear sky later | |
28-Dec | 17.0 | 29.0 | Fog/mist in the morning and mainly clear sky later | |
29-Dec | 14.0 | 27.0 | Mainly Clear sky | |
30-Dec | 13.0 | 26.0 | Mainly Clear sky | |
31-Dec | 14.0 | 27.0 | Mainly Clear sky | |
01-Jan | 15.0 | 28.0 | Mainly Clear sky |