কলকাতা: উত্তরবঙ্গের (North Bengal) থেকে দক্ষিণবঙ্গের (South Bengal) জেলাগুলিতে মোটামুটি সারাবছরই তাপমাত্রা একটু বেশি থাকে। পশ্চিমবঙ্গকে (West Bengal) যদি উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে ভাগ করা যায়, তাহলে রাজ্যের দক্ষিণের ১৫টি জেলা পড়ে দক্ষিণবঙ্গের আওতায়। দক্ষিণবঙ্গের অন্তর্গত জেলাগুলি হল কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান।     

দক্ষিণবঙ্গের আবহাওয়া

গত কয়েকদিনে ইতিমধ্যেই একঝটকায় কলকাতা ও পার্শ্ববর্তী জেলায় জেলায় তাপমাত্রা নেমে গিয়েছে। পারদ-পতনে উত্তরবঙ্গের সঙ্গে টক্কর দিচ্ছে দক্ষিণবঙ্গ। কলকাতাতে আগামীকাল ১৪ ডিগ্রির আশেপাশে থাকবে তাপমাত্রা। আলিপুর আবহাওয়া দফতর পূর্বাভাস দিয়ে জানিয়েছে, আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গে শীতের স্পেল চলবে। দক্ষিণবঙ্গের রাতের তাপমাত্রা আরও একটু নামতে পারে বলে সম্ভাবনা রয়েছে। হালকা থেকে মাঝারি কুয়াশারও সম্ভাবনা রয়েছে।              

দক্ষিণবঙ্গের কোন জেলায় কেমন আবহাওয়া? 

জেলা   তাপমাত্রা, আর্দ্রতা
উত্তর ২৪ পরগনা ১৪ ডিগ্রি, ৪০% আর্দ্রতা
দক্ষিণ ২৪ পরগনা ১৪ ডিগ্রি, ৫৮% আর্দ্রতা
পূর্ব মেদিনীপুর ১৩ ডিগ্রি, ৬৫% আর্দ্রতা
হাওড়া ১৩ ডিগ্রি, ৬৪% আর্দ্রতা
কলকাতা ১৪ ডিগ্রি, ৫৬% আর্দ্রতা
হুগলি ১৩ ডিগ্রি, ৫৬% আর্দ্রতা
পুরুলিয়া ১০ ডিগ্রি, ৬৪% আর্দ্রতা
ঝাড়গ্রাম ১২ডিগ্রি, ৫৮% আর্দ্রতা
পশ্চিম মেদিনীপুর ১৩ ডিগ্রি, ৫৭% আর্দ্রতা
বাঁকুড়া  ১২ ডিগ্রি, ৭২% আর্দ্রতা
পশ্চিম বর্ধমান ১৩ ডিগ্রি, ৫৬% আর্দ্রতা
পূর্ব বর্ধমান ১৩ ডিগ্রি, ৫৭% আর্দ্রতা
বীরভূম ১৩ ডিগ্রি, ৫১ % আর্দ্রতা
মুর্শিদাবাদ ১৪ ডিগ্রি, ৫৪% আর্দ্রতা
নদিয়া ১৩ ডিগ্রি, ৫২% আর্দ্রতা

আরও পড়ুন, ৫০০ টাকার নোট নিয়ে চিন্তা ? জাল এড়াতে যেগুলি না জানলেই নয়

উত্তরবঙ্গের আবহাওয়া:আবহাওয়া দফতরের পূর্বাভাস মানলে, আরও কিছু দিন এমনই শীতের দাপট দেখতে চলেছে উত্তরবঙ্গ। এমনিতে উত্তরবঙ্গে শীতের কামড় বরাবরই দক্ষিণের থেকে বেশি। তবে এবার শীত শুরুতে বেশ কিছু উত্তরের জেলাকে শীতে চ্যালেঞ্জ দিয়েছে দক্ষিণ। তবে  দার্জিলিং-এর উঁচু এলাকায় তুষারপাত হওয়ার সম্ভাবনার কথা শুনিয়ে রেখেছে আবহাওয়া দফতর। মূলত উত্তরবঙ্গে দার্জিলিং জেলার উঁচু এলাকায় তুষারপাতের সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পংয়ের পার্বত্য এলাকায় শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। কুয়াশার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলায়। বুধবার উপরের দিকের পাঁচ জেলা দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়িতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলাতে।