সঞ্চয়ন মিত্র, কলকাতা: গত কয়েকদিন ধরেই আকাশ মেঘলা, আংশিক মেঘলা। যার জেরে বাইরে বেরিয়ে শীতের পোশাকে স্বস্তি মেলেনি। বরং অনেকেরই কপালে বিন্দু বিন্দু ঘাম দেখা গিয়েছে। এদিকে যখন সবাই বলাবলি করছে, শীত চলে গেল, ঠিক সেই সময়েই অবাককাণ্ড।শেষ বেলায় শীতের কামড়।  কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া ? কী বলছে হাওয়া অফিস। পশ্চিমবঙ্গকে (West Bengal) যদি উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে ভাগ করা যায়, তাহলে রাজ্যের দক্ষিণের ১৫টি জেলা পড়ে দক্ষিণবঙ্গের আওতায়।দক্ষিণবঙ্গের অন্তর্গত জেলাগুলি হল কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান।   

দক্ষিণবঙ্গের আবহাওয়া 

শৈত্য প্রবাহের সতর্কতা রাজ্যের আট জেলায়। দক্ষিণবঙ্গের ৬ জেলায় শীতের সর্তকতা। আগামী ২৪ ঘন্টায় থাকবে শৈত্য প্রবাহের সতর্কবার্তা।পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার বেশ কিছু অংশে শৈত্য প্রবাহের সর্তকতা। উত্তরবঙ্গের উত্তর ও দক্ষিণ দিনাজপুরে শীতের কামড় শৈত্য প্রবাহ বেশ কিছু অংশে।               

কোন জেলায় কেমন আবহাওয়া? 

জেলা   তাপমাত্রা, আর্দ্রতা
উত্তর ২৪ পরগনা ১৪ ডিগ্রি, ৪৮ % আর্দ্রতা
দক্ষিণ ২৪ পরগনা ১৩ ডিগ্রি, ৬৮% আর্দ্রতা
পূর্ব মেদিনীপুর ১২ ডিগ্রি, ৫৬% আর্দ্রতা
হাওড়া ১৪ ডিগ্রি, ৫৮% আর্দ্রতা
কলকাতা ১৫ ডিগ্রি, ৪৫% আর্দ্রতা
হুগলি ১১ ডিগ্রি, ৬৮% আর্দ্রতা
পুরুলিয়া ৭ ডিগ্রি, ৩৮ % আর্দ্রতা
ঝাড়গ্রাম ১২ ডিগ্রি, ৬৮% আর্দ্রতা
পশ্চিম মেদিনীপুর ১১ ডিগ্রি, ৬৫% আর্দ্রতা
বাঁকুড়া  ১০ ডিগ্রি, ৬০% আর্দ্রতা
পশ্চিম বর্ধমান ১০ ডিগ্রি, ৬৩% আর্দ্রতা
পূর্ব বর্ধমান ১০ ডিগ্রি, ৭৬% আর্দ্রতা
বীরভূম ১১ ডিগ্রি, ৫৬% আর্দ্রতা
মুর্শিদাবাদ ৯ ডিগ্রি, ৬৪% আর্দ্রতা
নদিয়া ১১ ডিগ্রি, ৬০% আর্দ্রতা

আবহাওয়ার আপডেট: উত্তরবঙ্গের জেলাগুলিতে এখনও রয়েছে কুয়াশার দাপট। গোটা পৌষজুড়ে তেমন শীতের দেখা মেলেনি। উত্তুরে হাওয়ার পথে একাধিক বাধা তৈরি হয়েছিল। তবে সংক্রান্তির আগে থেকেই দক্ষিণবঙ্গে জাঁকিয়ে শীত ফিরেছে ২৩ জানুয়ারি ছিল কলকাতায় এই মরশুমের শীতলতম দিন। তবে মরশুমের শীতলতম দিনের পরপরই বেড়েছে বঙ্গের তাপমাত্রা। জানুয়ারির শেষে শীতের কামড়ে বেশ কাবু হয়ে পড়েছিল মহানগর। তারপরই পারদের গ্রাফ উর্ধ্বমুখী। যদিও তারপর পরই ফের শীতের আমেজ ফিরে আসে। যদিও সেটাও ছিল ক্ষণস্থায়ী। বাংলাদেশে ঘূর্ণাবর্ত ও বঙ্গোপসাগরে  উচ্চচাপ বলয় তৈরি হওয়ায় জানুয়ারির শেষে বৃষ্টি হলেও সপ্তাহান্তে আবহাওয়ার উন্নতি হবে বলেই জানিয়েছিল আবহাওয়া দফতর। আর এবার সেই মতোই শেষ বেলায় শীতের কামড় দক্ষিণবঙ্গে। হাওয়া অফিস জানিয়েছে,  কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৫.২ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম।