নয়াদিল্লি: রামমন্দিরে পা রাখলেন বলিউডের 'বিগ বি' অমিতাভ বচ্চন। শুক্রবার অযোধ্যার রামমন্দিরে রামলালার দর্শন করলেন বচ্চন (Amitabh Bachchan)। প্রাণপ্রতিষ্ঠার দিনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকলেও তারপরে এই প্রথম আলাদাভাবে মন্দির দর্শনে এলেন অমিতাভ। ২২ জানুয়ারি উদ্বোধন হয়েছিল রামমন্দিরের (Ayodhya Ram Mandir), তারপর নতুন মাস পড়তেই রামলালার টানে ছুটে এলেন অভিনেতা।
রামমন্দির দর্শনে অমিতাভ
পিটিআইয়ের একটি ভিডিয়োতে দেখা যাচ্ছে, কড়া নিরাপত্তার বেষ্টনীতে মন্দিরে ঢুকছেন অভিনেতা (Amitabh Bachchan)। মন্দিরের চারপাশে যেমন নিরাপত্তার বেষ্টনী রয়েছে, তেমনি বিগ বির চারপাশেও সদা ব্যস্ত নিরাপত্তারক্ষীরা। পরপর দাঁড়িয়ে সাদা অ্যাম্বাসাডর। রামমন্দির চত্বরে এভাবেই ঢুকলেন অমিতাভ বচ্চন। রামলালার থেকে আশীর্বাদ নিতে এসেছেন তিনি। ভিডিয়োতে দেখা যাচ্ছে, ট্রাডিশনাল পোশাকে সেজেছেন অমিতাভ। পরনে সাদা পাজামা, পাঞ্জাবি এবং গায়ে গেরুয়া কোট। রামলালার সামনে হাত জোড় করে দাঁড়িয়ে থাকতে দেখা যায় বিগ বিকে।
উদ্বোধনের দিনেও বচ্চন ছিলেন অতিথি হিসেবে
সূত্রের খবর, উত্তরপ্রদেশেই একটি প্রথম সারির গয়নার ব্র্যান্ডের শো-রুম উদ্বোধনে এসেছিলেন অমিতাভ বচ্চন আর সেই কাজ সেরে সোজা তিনি চলে এসেছেন রামলালার (Ramlalla) কাছে। অমিতাভের জোড় হাতে রামলালাকে প্রণাম করার ছবি ইতিমধ্যেই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এর আগে রামমন্দির উদ্বোধনের দিন বহু আমন্ত্রিত অভিনেতা-অভিনেত্রী, ক্রীড়াতারকাদের সঙ্গে উপস্থিত ছিলেন অমিতাভ বচ্চনও। নিজের এক্স হ্যান্ডলে রামলালার সামনে ছবি তুলে সেই ছবি পোস্টও করেছিলেন অমিতাভ, ক্যাপশনে লিখেছিলেন, 'বোলো সিয়াপতি রামচন্দ্র কি জয় !'
কী লিখেছিলেন অমিতাভ
সেদিন নিজের ব্লগে অমিতাভ (Amitabh Bachchan) লিখেছিলেন, 'ঐশ্বরিক মহিমায় ভরা একটি দিন। অযোধ্যার প্রাণ প্রতিষ্ঠা উৎসবের পর ফিরে এলাম। ঐ ঐশ্বর্য, ঐ উৎসবের আয়োজন, ঐ বিশ্বাস রামজন্মভূমির মাটিতে গড়া মন্দিরের দেয়ালে দেয়ালে খোদিত হয়ে আছে। এর বেশি আর কিছু বলার ক্ষমতা নেই আমার। বিশ্বাসের কাছে কোনও বর্ণনাই কার্যকর নয়।'
অযোধ্যায় জমি কিনছেন অমিতাভ
উত্তরপ্রদেশের অযোধ্যায় বাড়ি করতে চান অমিতাভ (Amitabh Bachchan) আর তাই সেখানে বিশালাকায় একটি প্লট কিনে ফেলেছেন তিনি, এমনটাই জানা গিয়েছিল কিছুদিন আগেই। সূত্রের খবরে জানা যাচ্ছে অযোধ্যায় প্রায় ১০ হাজার বর্গফুট জমি কিনেছেন অমিতাভ যার বর্তমান মূল্য প্রায় ১৪.৫ কোটি টাকা। জায়গাটার নাম 'সরযূ'। একরের হিসেবে এর আয়তন ৫১ একরেরও বেশি।