কলকাতা: পশ্চিমী হাওয়া ও পুবালি হাওয়ার সংঘাতে ফের দক্ষিণবঙ্গে দুর্যোগের সম্ভাবনা ? বিস্তারিত জানাল হাওয়া অফিস। পশ্চিমবঙ্গকে (West Bengal) যদি উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে ভাগ করা যায়, তাহলে রাজ্যের দক্ষিণের ১৫টি জেলা পড়ে দক্ষিণবঙ্গের আওতায়।দক্ষিণবঙ্গের অন্তর্গত জেলাগুলি হল কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান।     

দক্ষিণবঙ্গের আবহাওয়া

আবহাওয়া দফতরের পূর্বাভাস, চলতি সপ্তাহের দুর্যোগের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। আজ সোমবারের পাশাপাশি আগামীকাল মঙ্গলেও রয়েছে আকাশ মেঘলা থাকার সম্ভাবনা। কয়েকটি জেলায় নামতে পারে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিও। তবে বৃষ্টি হলেও হালকা পরিমাণেই হবে। ভারী দুর্যোগ হবে না। বৃষ্টি হওয়ার পর সপ্তাহান্তে ফের নেমে যেতে তাপমাত্রা।              

কোন জেলায় কেমন আবহাওয়া? 

জেলা   তাপমাত্রা, আর্দ্রতা
উত্তর ২৪ পরগনা ১১ ডিগ্রি, ৭৬ % আর্দ্রতা
দক্ষিণ ২৪ পরগনা ১৩ ডিগ্রি, ৬৮% আর্দ্রতা
পূর্ব মেদিনীপুর ১৫ ডিগ্রি, ৮২% আর্দ্রতা
হাওড়া ১১ ডিগ্রি, ৬৭% আর্দ্রতা
কলকাতা ১১ ডিগ্রি, ৬৫% আর্দ্রতা
হুগলি ১১ ডিগ্রি, ৬৮% আর্দ্রতা
পুরুলিয়া ১০ ডিগ্রি, ৫৮% আর্দ্রতা
ঝাড়গ্রাম ১২ ডিগ্রি, ৬৮% আর্দ্রতা
পশ্চিম মেদিনীপুর ১১ ডিগ্রি, ৬৫% আর্দ্রতা
বাঁকুড়া  ১০ ডিগ্রি, ৬০% আর্দ্রতা
পশ্চিম বর্ধমান ১০ ডিগ্রি, ৬৩% আর্দ্রতা
পূর্ব বর্ধমান ১০ ডিগ্রি, ৬৪% আর্দ্রতা
বীরভূম ১১ ডিগ্রি, ৫৬% আর্দ্রতা
মুর্শিদাবাদ ১১ ডিগ্রি, ৬৪% আর্দ্রতা
নদিয়া ১১ ডিগ্রি, ৬০% আর্দ্রতা

আবহাওয়ার আপডেট: উত্তরবঙ্গের জেলাগুলিতে এখনও রয়েছে কুয়াশার দাপট। গোটা পৌষজুড়ে তেমন শীতের দেখা মেলেনি। উত্তুরে হাওয়ার পথে একাধিক বাধা তৈরি হয়েছিল। তবে সংক্রান্তির আগে থেকেই দক্ষিণবঙ্গে জাঁকিয়ে শীত ফিরেছে ২৩ জানুয়ারি ছিল কলকাতায় এই মরশুমের শীতলতম দিন। তবে মরশুমের শীতলতম দিনের পরপরই বেড়েছে বঙ্গের তাপমাত্রা। জানুয়ারির শেষে শীতের কামড়ে বেশ কাবু হয়ে পড়েছিল মহানগর। তখনই রাতারাতি তাপমাত্রায় লাফ। তারপর ফের শীতের আমেজ ফিরে আসে।কিন্তু কথা হচ্ছে এভাবে দক্ষিণবঙ্গে জাঁকিয়ে শীতের যাতায়াত আর কতদিন ? হাওয়া অফিস জানিয়েছে, কনকনে শীতের আমেজ ক্ষণস্থায়ী।  যদিও পূর্বাভাস অনুযায়ী, এবছর আর জাঁকিয়ে ঠান্ডা পড়ার সম্ভাবনা কম এরাজ্যে। আগামী কয়েকদিন কুয়াশায় ঢাকাই থাকবে কলকাতা। অপরদিকে, আজ দার্জিলিং ও কালিম্পংয়ে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।