মুম্বই: তিনি ভারতের ২০১১ বিশ্বকাপ জয়ের নায়ক। টুর্নামেন্টের সেরা ক্রিকেটারের স্বীকৃতিও পেয়েছিলেন। তবে যুবরাজ সিংহের (Yuvraj Singh) কেরিয়ারের শেষটা ভাল হয়নি। ২০১৯ বিশ্বকাপের ভারতীয় দলে জায়গা পাননি। ক্রিকেটকে বিদায় জানান যুবরাজ।
যদিও সিদ্ধান্ত নেওয়াটা সহজ ছিল না। একটা সময় তো যুবরাজ সিংহ বুঝতেই পারছিলেন না যে, তিনি অবসর নেবেন, নাকি জাতীয় দলে ডাক পাওয়ার অপেক্ষায় থাকবেন। সেই সময় যুবির মুশকিল আসান হয়ে হাজির হন এমন একজন, যাঁর সঙ্গে যুবরাজের সুসম্পর্ক ছিল বলে শোনা যায় না।
মহেন্দ্র সিংহ ধোনি (MS Dhoni)। তিনিই একমাত্র, যাঁর কাছ থেকে ভবিষ্যৎ নিয়ে স্পষ্ট ছবিটা জানতে পেরেছিলেন যুবরাজ। একটি সাক্ষাৎকারে প্রাক্তন তারকা বলেছেন, 'যখন আমি কেরিয়ারের শেষের দিকে ছিলাম, যখন নিজের ভবিষ্যৎ নিয়ে আমার কাছে ছবিটা স্পষ্ট ছিল না, আমি মাহির সঙ্গে কথা বলি এবং ওর পরামর্শ চাই। এবং ও-ই সেই লোক যে আমাকে বলেছিল, নির্বাচক কমিটি তোমাকে নিয়ে ভাবছে না। আমি মনে মনে বলেছিলাম, যাক, কেউ তো আমার কেরিয়ার নিয়ে সঠিক ছবিটা তুলে ধরল। এটা ঠিক ২০১৯ সালের বিশ্বকাপের আগের ঘটনা। এটাই সত্যি।'
ধোনি ও যুবরাজ - ভারতীয় ক্রিকেটের দুই মহাতারকা। তাঁদের দুজনের সম্পর্ক নিয়ে বরাবর চর্চা হয়েছে সব মহলে। কেউ কেউ বলেন, তাঁদের মধ্যে নাকি বেজায় ঝামেলা। যুবরাজ বলেছেন, 'আমি আর মাহি মোটেও ঘনিষ্ঠ বন্ধু নই। আমাদের বন্ধুত্ব শুধু ক্রিকেটের জন্য। কারণ আমরা একসঙ্গে খেলেছি। আমার আর মাহির জীবনধারা সম্পূর্ণ আলাদা। তাই আমরকা কোনওদিনই ঘনিষ্ঠ ছিলাম না। আমরা শুধু ক্রিকেটের জন্য বন্ধু। আমি আর মাহি একসঙ্গে যখন মাঠে নামতাম, দেশের জন্য একশো শতাংশ দিতাম।'
আরও পড়ুন: ইংরেজদের গুঁড়িয়ে দিয়েও দলকে সাবধান করে দিচ্ছেন গুরু দ্রাবিড়
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।