দার্জিলিং: আগামীকাল কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া ? জানাল হাওয়া অফিস (Weather Office)।  উত্তরবঙ্গে শুষ্ক আবহাওয়াই থাকবে আপাতত। সপ্তাহের শেষ দিকে দার্জিলিং ও কালিম্পং এর উঁচু পার্বত্য এলাকায় আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে হালকা বৃষ্টি হতে পারে।শনিবার বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে পার্বত্য এলাকায়। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবার সম্ভাবনা রয়েছে । তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলেই পূর্বাভাস আবহাওয়া দফতরের। 

উত্তরবঙ্গের অন্তর্গত জেলাগুলি হল -              

  • আলিপুরদুয়ার
  • উত্তর দিনাজপুর
  • কালিম্পং
  • কোচবিহার
  • জলপাইগুড়ি
  • দক্ষিণ দিনাজপুর
  • দার্জিলিং
  • মালদা

    দেখে নেওয়া যাক আজ কোন জেলার কেমন আবহাওয়া আজ                                   
     
    জেলা আবহাওয়ার
    হাইলাইট
    দার্জিলিং 
    বর্ষণ: 0%
    আর্দ্রতা: ৪৯%
    বাতাস: ৫ কিমি/ঘণ্টা
    জলপাইগুড়ি 
    বর্ষণ: 0%
    আর্দ্রতা: ৭৫%
    বাতাস: ৩ কিমি/ঘণ্টা
    কালিম্পং
    বর্ষণ: 0%
    আর্দ্রতা: ৭৫ %
    বাতাস: ৫ কিমি/ঘণ্টা
    আলিপুরদুয়ার
    বর্ষণ: 0%
    আর্দ্রতা: ৪১ %
    বাতাস: ৮ কিমি/ঘণ্টা

    কোচবিহার

    বর্ষণ: 0%
    আর্দ্রতা: ৬৬%
    বাতাস: ১০ কিমি/ঘণ্টা
    উত্তর দিনাজপুর
    বর্ষণ: 0%
    আর্দ্রতা: ৫৫ %
    বাতাস: ৩ কিমি/ঘণ্টা
    দক্ষিণ দিনাজপুর
    বর্ষণ: 0%
    আর্দ্রতা: ৫৫%
    বাতাস: ৩ কিমি/ঘণ্টা
    মালদা
    বর্ষণ: 0%
    আর্দ্রতা: ৫৩ %
    বাতাস: ১১ কিমি/ঘণ্টা

    আবহাওয়ার আপডেট:   

    হাওয়া অফিস জানিয়েছে শনিবার বৃষ্টি হতে পারে, দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলায়। বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় শিলাবৃষ্টিও হতে পারে। রবিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং ও কালিম্পং জেলার পার্বত্য এলাকায়। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও হালকা ঝড়ো হাওয়া বইতে পারে। সঙ্গে বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে ফের বৃষ্টির ইঙ্গিত দিল আবহাওয়া দফতর।  রবিবার ফের বৃষ্টির পূর্বাভাসের কথা জানিয়েছে হাওয়া অফিস। ঝড়-বৃষ্টির আশঙ্কা আগামী সপ্তাহের শুরুতেও রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দুর্যোগপূর্ণ আবহাওয়া দেখা যাবে কয়েকটি জেলায়। শনিবার পরিষ্কার আকাশ থাকলেও রবিবার বদলাবে আবহাওয়া। দিন ও রাতের তাপমাত্রা বাড়বে, সেই সঙ্গে হবে বৃষ্টিও ।

    আরও পড়ুন, 'আমার সাথে রাজনীতির কথা কম হয়, গল্প বেশি হয়..', মোদি সাক্ষাৎ সেরে মন্তব্য মমতার

    সপ্তাহান্তে দক্ষিণবঙ্গে দুর্যোগের ইঙ্গিতের কথাই জানান দিয়েছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া থাকবে শনিবার পর্যন্ত। রবিবার ও সোমবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টি সঙ্গে ঝড়ো হাওয়া বইতে পারে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। কোথাও কোথাও বজ্রপাতের আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে মেদিনীপুর, বর্ধমান, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদে। কলকাতায় আপাতত পরিস্কার আকাশ। শনিবার পর্যন্ত শুষ্ক আবহাওয়া। রবিবার থেকে ফের মেঘলা আকাশ ও বৃষ্টির সম্ভাবনা। রবি ও সোমবার বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ২০.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম।