কলকাতা: মোদির বঙ্গ সফরে এমনিতেই রাজনৈতিক হাওয়া যথেষ্ট উষ্ণ। তার উপর সন্দেশখালি-সহ দুর্নীতি ইস্যুতে মোদি তোপ দাগতেই স্বাভাবিকভাবেই গুঞ্জন চরমে। এদিকে ঠিক এমনই আবহে এদিন সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ সারলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই সেই বহু প্রতীক্ষিত সাক্ষাৎ শেষ। কী কথা হল ? প্রশ্ন যখন আকাশে বাতাসে, রাজভবন থেকে বাইরে বেরিয়ে খোশমেজাজে তখন মমতা বললেন,'আমার সাথে রাজনীতির কথা কম হয়, গল্প বেশি হয়।'
'গল্প করলাম, যা বলার রাজ্যের মিটিংয়ে বলব'
এদিন নরেন্দ্র মোদি দলীয় মঞ্চ থেকে তৃণমূল ও তৃণমূল নেত্রীকে ঝোড়ো আক্রমণ করেন। আর মমতা বন্দ্য়োপাধ্য়ায় আক্রমণের জবাব তুলে রাখেন রাজনৈতিক সভার জন্য়। আর এই সংঘাতের আবহেই এদিন সন্ধেয় রাজভবনে নরেন্দ্র মোদির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ হল মমতা বন্দ্যোপাধ্যায়ের। প্রায় ২০ মিনিট দুজনের কথা হয়।মুখ্য়মন্ত্রী বলেন, এখন তো ইলেকশন ডিক্লেয়ার হয়নি। সুতরাং এটা প্রোটোকল আছে যে, রাষ্ট্রপতি বা প্রাইম মিনিস্টার আসলে, আমাদের দেখা করতে হয়। আমি যেহেতু RCTC-তে যেতে পারিনি, তাই এখান টাইম পেয়েছিলাম, তাই এখানে দেখা করে গেলাম, রাজ্যের কথাগুলোও বলে গেলাম। আর কিছুক্ষণ গল্প করলাম এই যা। মানে আমার সঙ্গে রাজনীতির কথা কম হয়, গল্প বেশি হয়।
এটা সিটিং না সেটিং? বিজেপির দেশে হাল খুব খারাপ : রাজভবনে মোদি-মমতা বৈঠক নিয়ে মন্তব্য সুজনের
রাজভবনে মোদি-মমতা বৈঠকে'সেটিং' দেখছে সিপিএম-কংগ্রেস। সিপিএম-র কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন,এটা সিটিং না সেটিং? বিজেপির দেশে হাল খুব খারাপ। ফলে সিট নেগোসিয়েশন...ED-CBI কিছু বলছে না, পিসি-ভাইপোকে বাঁচিয়ে দিচ্ছে। আর পিসি-ভাইপো বলছে, আমাদের বাঁচিয়ে দাও, সিটের নেগোসিয়েশন করছি। সিটিংয়ের নামে সেটিং, প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী। তা না হলে ৭ দিন আগে থেকে জানা থাকত যে শিডিউলড মিটিং! আমি শুধু মনে করিয়ে দিই, মধ্যস্থতায় রাজ্যপাল। প্রধানমন্ত্রী আর মুখ্যমন্ত্রী বসবেন, সিটিংয়ের নামে সেটিং।
আরও পড়ুন, 'পা ধরে কোনও লাভ হবে না..', মোদি-মমতা বৈঠকের আগে বিস্ফোরক শুভেন্দু
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)