অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: আজ, শুরু রাজ্যে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।


কলকাতায় ঝড়বৃষ্টি:
এদিনও কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ দু-এক পশলা বৃষ্টির পাশাপাশি কালবৈশাখীর পরিস্থিতি হওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টি চলবে সোমবার পর্যন্ত। আজ ও কাল বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। 


অন্য জেলাতেও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমানে শিলা বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। কাল বৃষ্টির জেরে কলকাতায় এক ধাক্কায় ৫ ডিগ্রি সেলসিয়াস নেমেছে রাতের তাপমাত্রা। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম।


গতকালও বৃষ্টি রাজ্যে:
উচ্চমাধ্যমিকের মধ্যেই ঝড়বৃষ্টির দাপটে বিদ্যুৎহীন হয়ে পড়েছিল উত্তরবঙ্গের বিভিন্ন এলাকা। এক ডাকে অভিষেকে ফোন করে, মিলল সমাধান। বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস জানিয়েছেন, সমস্যা জেনেই তাঁর সঙ্গে কথা বলেন অভিষেক। দ্রুত শুরু হয় বিদ্যুৎ ফেরানোর কাজ। সার্বিক পরিস্থিতির কথা মাথায় রেখে ২৮ মার্চ অবধি বিদ্যুৎ কর্মীদের ছুটি বাতিল হয়েছে। খোলা হয়েছে কন্ট্রোল রুম।


সমস্যায় অতিষ্ঠ হয়ে উত্তরবঙ্গের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা ফোন করেছিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দেওয়া নম্বরে। আর তাতেই মিলেছে চটজলদি সমাধান। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় খবর পেতেই, বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে কথা বলেন তিনি। এরপরই দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করতে তৎপর হয়ে ওঠে বিদ্যুৎ দফতর।


এদিকে, আলিপুর আবহাওয়া দফতর (Alipore Metrological Department) সূত্রে খবর, দক্ষিণবঙ্গের ( South Bengal )উপকূল ও সংলগ্ন জেলা গুলিতে সকালে আংশিক মেঘলা আকাশ। হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা। বাংলাদেশ ও উত্তরবঙ্গ সংলগ্ন নদিয়া ও মুর্শিদাবাদেও কুয়াশা থাকবে সকাল- সকাল। কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ রয়েছে সকালের দিকে। বেলা বাড়লে পরিষ্কার হয়ে যাবে আকাশ। মঙ্গলবার থেকে মেঘমুক্ত পরিষ্কার আকাশ থাকবে বঙ্গে। দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। রাতের তাপমাত্রা বা সর্বনিম্ন তাপমাত্রা একই রকম থাকলেও দিনের তাপমাত্রা আগামী কয়েকদিন আরও তাপমাত্রা বাড়বে বলেই জানাচ্ছে আবহাওয়া অফিস।


আরও পড়ুন:  দুর্যোগের ঘনঘটা রাজ্যে, উচ্চ মাধ্যমিকের জন্য বিদ্যুৎ কর্মীদের ছুটি বাতিল, খোলা হল কন্ট্রোল রুম