সঞ্চয়ন মিত্র, কলকাতা : আরও একটু তাপমাত্রা নামল দক্ষিণবঙ্গে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, শনিবার পর্যন্ত শীতের এই স্পেল চলবে। খুব সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে এখন কয়েকদিন। অবাধ উত্তুরে হাওয়ার প্রভাব ক্রমশ বাড়বে দক্ষিণবঙ্গে। আগামী কয়েকদিন রাতের তাপমাত্রা একই রকমই থাকবে। চলতি সপ্তাহে পশ্চিমের জেলাগুলিতে ১০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে।

তুষারপাতের সম্ভাবনা

আগামী ২৪ ঘন্টায় উত্তরবঙ্গের পার্বত্য জেলাগুলিতে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনার কথা শুনিয়েছে আবহাওয়া দফতর।  দার্জিলিং, কালিম্পংয়ের পার্বত্য এলাকায় হালকা বৃষ্টি ও শিলা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। সিকিম এবং দার্জিলিংয়ের খুব উঁচু এলাকাগুলিতে তুষারপাতের সম্ভাবনা রয়েছে।

উপরের দিকের পাঁচ জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে বুধবার হালকা বৃষ্টির সম্ভাবনা। হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলাতে।  

কলকাতার আবহাওয়া  

কলকাতায় বুধবারও ১৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে পারদ থাকবে। বুধবার আকাশ পরিষ্কারই থাকবে। আরও চার দিনের লম্বা স্পেলের সম্ভাবনা। বুধবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৬ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিক চেয়ে এক ডিগ্রি কম। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪.৯ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। 

অন্যান্য রাজ্যের আবহাওয়া 

উত্তর-পশ্চিম ভারতে তাপমাত্রা কমবে দ্রুত গতিতে। পঞ্জাব, হরিয়ানা, চন্ডিগড়, দিল্লি, রাজস্থানে, উত্তরপ্রদেশের কিছু অংশে বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে চলে যাবে। কোথাও কোথাও ৬ ডিগ্রিতে নামতে পারে পারদ। 
পরিষ্কার  আকাশ ও অবাধ উত্তুরে হাওয়া বইবে।

মধ্য ভারতে আগামী দু'দিনে দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা নামতে পারে। পূর্ব ভারতের রাজ্যগুলিতে তাপমাত্রা নামতে পারে। উত্তর-পশ্চিম ভারত, মধ্য ভারত এবং পূর্ব ভারতে আগামী ৪-৫ দিনে ক্রমশ পারদ নিচের দিকে নামবে।  

এক নজরে আগামী ৭ দিনের তাপমাত্রা   

https://city.imd.gov.in/ সূত্র বলছে, 

7 Day's Forecast
Date Min Temp Max Temp Weather
13-Dec 15.0 24.0
Mainly Clear sky
14-Dec 14.0 24.0
Mainly Clear sky
15-Dec 14.0 24.0
Mainly Clear sky
16-Dec 15.0 24.0
Mainly Clear sky
17-Dec 15.0 25.0
Mainly Clear sky
18-Dec 15.0 25.0

Mainly Clear sky 

 

আরও পড়ুন :

রহস্যময় এই শিব মন্দিরে প্রতিটি ইচ্ছা পূরণ হয় ভক্তদের! স্ট্যাম্প পেপারে মহাদেবের কাছে জমা পড়ে আবেদন

তথ্যসূত্র : ABP News 

দাবিত্যাগ: এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র অনুমান এবং তথ্যের উপর ভিত্তি করে। এখানে উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে bengali.abplive.com কোনো তথ্য অনুমোদন বা নিশ্চিত করে না। কোনো তথ্য বা বিশ্বাস বাস্তবায়নের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।