কলকাতা : রাত থেকেই হাড় কাঁপানো ঠান্ডা টের পেয়েছে কলকাতা। আর ভোরবেলা রীতিমতো তীব্র হল শীতের কামড়। সকলেরই চোখ মোবাইলে তাপমাত্রার আপডেটের দিকে। কলকাতার শীত কি রেকর্ড গড়ল? গরম চায়ে চুমুক দিতে দিতে আলোচনা - 'এমন শীত তো বহুদিন পড়েনি !' হ্যাঁ, আবহাওয়া দফতরও জানাচ্ছে, এই শীতে সবথেকে বেশি তাপমাত্রা নামল মঙ্গলবারই। একেবারে স্বাভাবিকের থেকে ৩.৭ ডিগ্রি কম। 

Continues below advertisement

আবহাওয়া দফতর জানাচ্ছে, মঙ্গলবার মরসুমের শীতলতম দিন। আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১০.২ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ৩.৭ ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রা ১৮.৪ ডিগ্রি। সেটিও স্বাভাবিকের থেকে ৬.৭ ডিগ্রি কম। 

ভোরবেলা কুয়াশার দাপট থাকলেও আবহাওয়া দফতর বলছে, বেলা বাড়লেই কাটবে কুয়াশ, মেঘমুক্ত থাকবে আকাশ। কলকাতা-সহ রাজ্যজুড়ে কনকনে ঠান্ডা অনুভূত হচ্ছে। আবহাওয়া দফতরের হিসেব বলছে, ২০২৫ এর ডিসেম্বরের শেষ সপ্তাহে ১০ এর আশেপাশে তাপমাত্রা নেমেছিল। আবার তাপমাত্রা নিম্নমুখী। আরও জমাটি শীতের প্রত্যাশী মহানগরবাসী। সোমবার থেকেই ফের কমতে শুরু করে তাপমাত্রা। পরবর্তী দু-তিন দিনের মধ্যে আরো দুই তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমতে পারে, বলে  অনুমান আবহাওয়া দফতরের। 

Continues below advertisement

উত্তর থেকে দক্ষিণ, রাজ্যের সর্বত্র পারদ পতন। শীতে কাঁপছে উত্তরবঙ্গ। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতেও হাড় কাঁপানো ঠান্ডা। সকাল থেকে জেলার বিভিন্ন জায়গা কুয়াশাচ্ছন্ন। উত্তরবঙ্গের পাহাড়ি জেলা দার্জিলিং সহ  তিন জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে । বৃষ্টি হতে পারে দার্জিলিং , কালিম্পং এবং জলপাইগুড়ি জেলাতে। দার্জিলিংয়ের পার্বত্য উঁচু এলাকায় তুষারপাতের সম্ভাবনা রয়েছে। সান্দাকফু, ঘুম, ধোত্রে, চটকপুরের মত উঁচু পার্বত্য এলাকায় তুষারপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর জানাচ্ছে, সর্বনিম্ন তাপমাত্রা বা রাতের তাপমাত্রার সঙ্গে সঙ্গে দিনের তাপমাত্রাও স্বাভাবিকের নিচেই থাকবে এখন। উত্তরবঙ্গের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস নিচে থাকতে পারে। 

 

##উত্তরবঙ্গে আজও কাল কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে দার্জিলিং কোচবিহার এবং উত্তর দিনাজপুরে। দৃশ্যমানতা ৫০ মিটারে নেমে আসতে পারে কোথাও কোথাও। বাকি জেলাতে ও সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা।