সঞ্চয়ন মিত্র, কলকাতা: ৪০ ডিগ্রি ছুঁইছুঁই কলকাতার (Kolkata) পারদ। অনেক জেলাতেই তাপমাত্রা (Temperature) ৪০ পার।  ঊর্ধ্বমুখী তাপমাত্রার সঙ্গে লাগামছাড়া আর্দ্রতায় অস্বস্তি চরমে। আবহাওয়া দফতরের (Weather Department) পূর্বাভাস, আগামী চার থেকে পাঁচদিন বৃষ্টির (Rain) কোনও সম্ভাবনাই নেই দক্ষিণবঙ্গে (South Bengal)। উল্টে তাপপ্রবাহের পরিস্থিতি জারি থাকবে একাধিক জেলায় (Districts)।



রাজ্যে (West Bengal) তাপপ্রবাহের পরিস্থিতি। ৪০ ডিগ্রি সেলসিয়াসের দোরগোড়ায় কলকাতা। আলিপুরে (Alipore) সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড হল ৩৯ দশমিক ৬। স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি। আর কলকাতা লাগোয়া উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরে তাপমাত্রা ছাড়াল ৪০ ডিগ্রি। গায়ে জ্বালা ধরানো রোদের তেজ...সঙ্গে দরদরিয়ে ঘাম...তাপদাহ থেকে স্বস্তি পেতে একটু বৃষ্টির আশায় চেয়ে দক্ষিণবঙ্গবাসী। 


কিন্তু এই পরিস্থিতিতেও আশার বাণী শোনাতে পারছে না আলিপুর।এই হাঁসফাঁস পরিস্থিতি থেকে এখনই যে রেহাই মিলছে না, রবিবার সেকথা জানিয়ে দিল আবহাওয়া দফতর। পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা জুড়ে তাপপ্রবাহের পরিস্থিতি জারি থাকবে।  


আরও পড়ুন, হঠাৎ করেই হেপাটাইটিস, ইউরোপের ঘটনায় উদ্বেগে বিশ্ব স্বাস্থ্য সংস্থা


আগামী ৪ থেকে ৫ দিন দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। শুধু কলকাতা নয়, তীব্র গরমে পুড়ছে গোটা দক্ষিবঙ্গ। রবিবার রেকর্ড গরম ছিল বাঁকুড়ায় ৪৩.১। তারপরেই রয়েছে পশ্চিম বর্ধমানের পানাগড় ৪২.৫। আর আসানসোল ৪২.৩। কলাইকুন্ডায় ৪১.৩,  আর মেদিনীপুরে ৪২। তাপমাত্রার সূচকই বলে দিচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলায় গরমের দাপট কতটা?                                            


বর্ধমান- ৪১.৮
পুরুলিয়া- ৪১.৭
বীরভূমের শ্রীনিকেতনে- ৪১.৭
তীব্র দহনজ্বালা পোহাতে হচ্ছে সবাইকে।  



আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, 
পুরুলিয়া
বাঁকুড়া 
বীরভূম
পশ্চিম মেদিনীপুর
ঝাড়গ্রাম 
এবং পশ্চিম বর্ধমান- এই ৭ জেলায় তাপপ্রবাহের চোখরাঙানি চলবে। তবে বৃষ্টি হবে উত্তরবঙ্গের ওপরের ৫ জেলায়।