সঞ্চয়ন মিত্র, কলকাতা: দক্ষিণবঙ্গে গরম, উত্তরবঙ্গে (North Bengal) বৃষ্টি। এমনই পূর্বাভাস জানাল আবহাওয়া দফতর। উত্তরবঙ্গে আগামী কয়েক দিন বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি চলবে দার্জিলিং ও কালিম্পংয়ে। বাকি জেলায় মূলত শুষ্ক আবহাওয়া। পার্বত্য এলাকা ছাড়া বাকি অংশে আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। রাতের তাপমাত্রা একই থাকলেও দিনের তাপমাত্রা আগামী কয়েক দিনে সামান্য বাড়তে পারে।
দক্ষিণবঙ্গে বৃদ্ধি দিনের তাপমাত্রায়:
দক্ষিণবঙ্গে (South Bengal) বাড়ছে দিনের তাপমাত্রা। আগামী সপ্তাহে ৩৫ ডিগ্রি ছুঁতে পারে কলকাতার পারদ। বৃহস্পতিবার পশ্চিমের কিছু জেলায় তাপমাত্রা ৩৫ ডিগ্রি বা তারও বেশি ছিল। উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস থাকলেও আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। দখিনা বাতাসে ভর করে জলীয় বাষ্প ঢুকছে সাগর থেকে। পূর্ব মেদিনীপুর, দুই ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি-সহ বেশ কিছু জেলায় সকালের দিকে কুয়াশা থাকবে। বেলা বাড়লে আকাশ পরিষ্কার হয়ে যায়। কলকাতা ও সংলগ্ন জেলাগুলির ক্ষেত্রে আর্দ্রতাজনিত অস্বস্তি ও গরম ক্রমশ বাড়বে। (Weather forecast)
কেমন থাকবে কলকাতার:
কলকাতায় (Kolkata) মূলত পরিষ্কার আকাশ। সর্বনিম্ন তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়তে থাকবে। দিনের তাপমাত্রা ক্রমশ বাড়বে। আজ সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি বেশি তাপমাত্রা।
গত কয়েকদিন ধরেই গরমে হাসফাঁস করছে দক্ষিণবঙ্গ। রোদের তাপ মনে করাচ্ছে গ্রীষ্মের কথা। বেলা বাড়লেই রোদের তাপে বাইরে থাকাটাও কষ্টকর হয়ে দাঁড়াচ্ছে। এদিকে বৃষ্টির বিশেষ পূর্বাভাসও নেই। দক্ষিণবঙ্গে এমন পরিস্থিতি হলেও উত্তরবঙ্গ নিয়ে একটু হলেও গরম কমার আভাস রয়েছে
আজ দক্ষিণবঙ্গের জেলার তাপমাত্রা কেমন ?
বাঁকুড়ায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াস।
মেদিনীপুরে সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রি সেলসিয়াস।
পুরুলিয়াতে সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াস।
নদিয়ায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রি সেলসিয়াস।
আজ উত্তরবঙ্গের জেলার তাপমাত্রা কেমন ?
দার্জিলিঙে সর্বোচ্চ তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াস।
কালিম্পঙে সর্বোচ্চ তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস।
কোচবিহার জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৭ সেলসিয়াস।
জলপাইগুড়িতে সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াস।
আলিপুরদুয়ারে সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াস।
আরও পড়ুন: অ্যাডিনো আতঙ্কের মাঝে সঙ্কটজনক শিশুদের চিকিৎসায় জেলায় তৈরি হচ্ছে ICU পরিকাঠামো