অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা : বঙ্গে প্রবেশ করেছে বর্ষা। তবে তা দক্ষিণবঙ্গে এখনও ঢোকেনি। মাঝে মাঝেই ঝমঝমিয়ে বৃষ্টি হলেও উইকএন্ডে ভোগ করতে হবে গরমই। শনিবার থেকেই ফের গরম বাড়তে পারে কলকাতায়। দিন ও রাতের তাপমাত্রা বাড়ার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
সপ্তাবান্তের আবহাওয়া
আগামী চার দিনে চার ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতা জনিত অস্বস্তিও বাড়বে। শুক্রবার বৃষ্টির জেরে কলকাতার তাপমাত্রা একধাক্কায় অনেকটাই কমে যায়। শনিবার থেকে ফের গরম বাড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গের জেলাগুলিতেও তাপমাত্রা বাড়বে। আগামী তিন থেকে চার দিনে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। তবে তার সঙ্গেই উত্তরবঙ্গের পাঁচ জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
আবহাওয়া দফতর জানাচ্ছে, আপাতত বাংলায় ভারী বর্ষার কোন সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলাতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা আরও কম। বজ্রবিদ্যুত সহ স্থানীয়ভাবে হালকা ঝড় বৃষ্টির সামান্য সম্ভাবনা দক্ষিণবঙ্গের কিছু জেলার কিছু অংশে। আপাতত পুরোদস্তুর বর্ষা আসার সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। হাওয়ার গতিবেগ এবং দক্ষিণবঙ্গের পরিবেশ মৌসুমী বায়ুর অনুকূল নয় বলেই মনে করছেন আবহবিদরা। ১২ জুন পর্যন্ত পশ্চিমবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কমই থাকবে।
শনিবার থেকে শুষ্ক ও গরম হাওয়া বইবে কলকাতা,হাওড়া, হুগলি, পূর্ব-পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদে। অন্যান্য জেলাতেও গরম ও অস্বস্তি থাকবে। আগামী বুধবার ,বৃহস্পতিবার পর্যন্ত এমনই থাকবে আবহাওয়া। বৃষ্টির সম্ভাবনা কম থাকবে। বুধবারের পর আবহাওয়া পরিবর্তন হবে আবার । বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে।
কলকাতার আবহাওয়া
এদিকে কলকাতায় শুক্রবার রাতের ঝড়-বৃষ্টিতে রাতের তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াস কমে যায়। কলকাতায় দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কম। শনিবার থেকে দিনের তাপমাত্রা বাড়বে। ঊর্ধ্বমুখী হবে রাতের তাপমাত্রাও। আগামী চার দিনে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে বলে অনুমান।
আবহাওয়া দফতর জানাচ্ছে, উত্তরবঙ্গের জেলাগুলিতেও তাপমাত্রা বাড়বে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার , জলপাইগুড়ি এই পাঁচ জেলাতে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকবে। মালদা ও দুই দিনাজপুরে গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে।
আইএমডি জানাচ্ছে, উত্তর কর্ণাটক ও সংলগ্ন এলাকার ওপর সক্রিয় রয়েছে একটি ঘূর্ণাবর্ত। উত্তর পূর্ব অসমের উপর রয়েছে আরও একটি সক্রিয় ঘূর্ণাবর্ত। উত্তর-পশ্চিম রাজস্থানের উপরও সক্রিয় রয়েছে ঘূনাবর্ত। পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে জম্মু-কাশ্মীর লাদাখ সহ সংলগ্ন উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায়।