অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা : জুনের দ্বিতীয় সপ্তাহতেও দীর্ঘ দগ্ধ দিন দক্ষিণবঙ্গে। বর্ষা কবে আসবে, দিশা দেখাতে পারছে না আবহাওয়া দফতর। পূর্বাভাস বলছে, শনিবার থেকে মঙ্গলবার তাপপ্রবাহের পরিস্থিতিই বজায় থাকবে পশ্চিমের চার জেলায়। বাকি জেলাগুলিতেও আর্দ্রতা জনিত অস্বস্তি চরমে উঠবে। তবে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি চলবে।


উত্তরে আগাম বর্ষা এলেও দক্ষিণবঙ্গের দিকে বর্ষা এগোচ্ছে বিলম্বিত লয়ে। আগামী সপ্তাহের আগে দক্ষিণবঙ্গে মৌসুমী বায়ু  প্রবেশ করার সম্ভাবনা কম।  উত্তরবঙ্গে ৩১ মে থেকে একই জায়গায় মৌসুমী অক্ষরেখা অবস্থান করছে । এ সপ্তাহে উত্তরবঙ্গ থেকে মৌসুমী বায়ু দক্ষিণে আসার সম্ভাবনা নেই বললেই চলে।


আবহাওয়া দফতরের পূর্বাভাস,  দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু আগামী সপ্তাহের মাঝামাঝি দক্ষিণবঙ্গে আসতে পারে।  মৌসুমী অক্ষরেখাটি রত্নগিরি সোলাপুর হয়ে মেডক বিজয়নগরম পর্যন্ত বিস্তৃত। অক্ষরেখার অন্য অংশ ইসলামপুরেই থমকে আছে।  আগামী তিন চার দিনে তেলঙ্গানা, অন্ধ্রপ্রদেশ , ওড়িশা ও ছত্তীসগড়ে ঢুকে পড়বে মৌসুমী বায়ু। পশ্চিম মধ্য ও উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে এগোচ্ছে মৌসুমী বায়ু। আগামী তিন দিনের মধ্যে মুম্বই শহরেও ঢুকে পড়বে বর্ষা। 


 দক্ষিণবঙ্গের আবহাওয়া 
দক্ষিণবঙ্গে শনি ও রবি  উইকেন্ডে গরম আরও বাড়বে বলেই আশঙ্কা। দু'দিনে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে তাপমাত্রা।  সকাল থেকে ঘামে প্যাচপ্যাচে গরম।  আজ শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা কমই রয়েছে দক্ষিণবঙ্গে।


আবহাওয়া দফতর জানাচ্ছে,মঙ্গলবার পর্যন্ত গরম ও অস্বস্তিকর আবহাওয়া কষ্ট দেবে। বীরভূম ,পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া , পুরুলিয়া , ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায় অস্বস্তি থাকবে চরমে। তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারেপশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়া এই তিন জেলাতে ।  সোমবার থেকে পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়ার সঙ্গে বীরভূম জেলাতেও তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হবে।


 উত্তরবঙ্গের আবহাওয়া 
উত্তরবঙ্গের ওপরের দিকের পাঁচ জেলাতে বৃষ্টি চলবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলাতে ভারী বৃষ্টি হতে পারে। সঙ্গে বইবে দমকা বাতাস। শনিবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।  বৃষ্টি হতে পারে সত্তর থেকে ১১০ মিলিমিটার।  দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে ৪০ কিলোমিটার দমকা বাতাস বইবার সম্ভাবনা।


 কলকাতার আবহাওয়া 
শনিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭.১ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৫৫ থেকে ৮৫ শতাংশ।  


আমন্ত্রণ তালিকায় চমক ! মোদির শপথগ্রহণে নেমন্তন্ন পেয়েছেন বহু সাফাইকর্মী থেকে নির্মাণকর্মী 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে