নয়াদিল্লি: রবিবার সন্ধেয় তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী ( PM Modi ) পদে শপথ নিতে চলেছেন নরেন্দ্র মোদি। শুক্রবার বিকেল ৫টা নাগাদ রাষ্ট্রপতি ভবনে গিয়ে দ্রৌপদী মুর্মুর কাছে সরকার গঠনের দাবি জানাবে NDA শিবির। সেখানে বিজেপি-সহ NDA-র ২৯৩ জন সাংসদের সই সম্বলিত সমর্থনপত্র পেশ করবেন নরেন্দ্র মোদি। সবকিছু এভাবে চললে, রবিবসরীয় সন্ধেয় শপথ নেবে মোদি ৩.০ । আর এই শপথগ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রিতদের সংখ্য়া বিস্তর।
সপ্তাহান্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানে বিশেষ অতিথিদের মধ্যে থাকবেন বহু শ্রমিক মানুষরা। থাকছেন বহু সাফাই কর্মী, রূপান্তরকামী এবং অন্যান্য সেন্ট্রাল ভিস্তা প্রকল্পে কাজ করা শ্রমিকরা। সূত্রের খবর বন্দে ভারত এবং মেট্রো রেলে কর্মরত কর্মীরা এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধাভোগীরাও আমন্ত্রিতের তালিকায় থাকবেন এবার। রবিবার সন্ধেয় রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী মোদির তৃতীয়বারের জন্য শপথ নিতে পারেন। আর তাতেই হাজির থাকার কথা বিকশিত ভারত গড়ে তোলার কারিগররা। সবমিলিয়ে রাষ্ট্রপতি ভবনে ৮ হাজারেরও বেশি অতিথি থাকবেন।
প্রধানমন্ত্রী মোদির শপথ অনুষ্ঠান
মঙ্গলবার লোকসভা নির্বাচনের ফল বেরলে দেখা যায়, বিজেপি তার লক্ষ্যমাত্রার অনেক দূরেই থেমে গিয়েছে। একক ভাবে ম্যাজিক ফিগারও ছুঁতে পারেনি বিজেপি। তাই এবার সরকার গড়র জন্য মোদিকে নির্ভর করতে হবে শরিকদের উপরই। শুক্রবার বিপুল শরিকি চাপ সামলে দ্রুত সরকার গঠন করতে বৈঠকে বসছে NDA-র সংসদীয় দল। বৈঠকে থাকছেন নরেন্দ্র মোদি। সূত্রের খবর, সংসদের সেন্ট্রাল হলে আয়োজিত এই বৈঠকেই সর্ব সম্মতিতে NDA-র সংসদীয় দলের নেতা নির্বাচন করা হবে নরেন্দ্র মোদিকে।
অনুষ্ঠানে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে ইতিমধ্যেই আসছেন বলে জানিয়েছেন। নেপালের প্রধানমন্ত্রী , ভুটানের প্রধানমন্ত্রী এবং মরিশাসের প্রধানমন্ত্রীকেও আমন্ত্রণ পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে।
২০১৪ সালে, সার্কের অন্তর্ভূক্ত (সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কো-অপারেশন) দেশনেতারা প্রধানমন্ত্রী মোদির প্রথম শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন । এরপর ২০১৯ সালে, বিমস্টেক BIMSTEC - Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation) দেশগুলির নেতারা। দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর পর প্রধানমন্ত্রী মোদি দ্বিতীয় ভারতীয় যিনি টানা তৃতীয়বার ক্ষমতায় এসেছেন।
শরিক নির্ভর তৃতীয় মোদি সরকার গঠনের প্রস্তুতির মধ্যেই চলছে মন্ত্রিত্ব নিয়ে দড়ি টানাটানি। তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রীর কুর্সিতে বসতে চললেও, নরেন্দ্র মোদিকে নির্ভর করতে হচ্ছে NDA-র দুই বড় শরিক TDP ও JDU-র ওপর। সুবর্ণ সুযোগ বুঝে দর বাড়াচ্ছেন চন্দ্রবাবু নায়ডু, নীতীশ কুমারও।
আরও পড়ুন :