অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা : মাঝ ডিসেম্বর থেকেই খামখেয়ালি আবহাওয়া। কখনও ঘুম ভাঙছে কনকনে শীতে, কুয়াশার চাদর সরিয়ে। কখনও আবার হঠাৎই ভ্যানিস ঠান্ডা। এবার আবহাওয়া দফতর জানাল , বড়দিনের আগেই দক্ষিণবঙ্গের আট থেকে দশ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এদিকে বেড়ানোর মরসুমে উত্তরবঙ্গে শুধুই দার্জিলিং এবং কালিম্পংয়েও শনিবার বৃষ্টি ও তুষারপাতের সামান্য সম্ভাবনা রয়েছে । 


শনিবার দার্জিলিং এর উঁচু পার্বত্য এলাকায় হালকা তুষারপাতের সামান্য সম্ভাবনা রয়েছে। এর আগেও তুষারপাত হয়েছে সান্দাকফুতে। কালিম্পংয়েও  সম্ভাবনা সামান্য। গত বছরের মতো এবছরও সিকিমে তুষারপাত হতে পারে।   তার প্রভাব পড়তে পারে সংলগ্ন উত্তরবঙ্গের পার্বত্য এলাকায়।


অন্যদিকে, দক্ষিণবঙ্গে তাপমাত্রার ওঠানামার মধ্যেই আকাশে মেঘের আনাগোনা।  শুক্রবার দক্ষিণবঙ্গে কলকাতা সহ আট জেলায় হালকা বৃষ্টি হতে পারে। সকাল থেকেই বইছে হাওয়া। যে কোনও সময়ই বৃষ্টি নামার ইঙ্গিত।  শনিবার দক্ষিণবঙ্গের দশ জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গে দার্জিলিং ও কালিম্পং এ হালকা বৃষ্টি শনিবার।                   


কলকাতা সহ দক্ষিণবঙ্গে শুক্র ও শনিবার কুয়াশা থাকবে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে ঘন কুয়াশা থাকতে পারে।  দৃশ্যমানতা নামবে ২০০ মিটারের নিচে। কোথাও ৫০ মিটারের নিচে চলে যেতে পারে দৃশ্যমানতা।


শুক্রবার কলকাতায় তাপমাত্রা স্বাভাবিকের ওপরেই। আগামী ২ থেকে ৩ দিন এমনই তাপমাত্রা থাকবে বঙ্গে। শীতের আমেজে পড়েছে সাময়িক বিরতি। বদলে মহানগর ভিজতে পারে বৃষ্টির ফোঁটায়। শুক্রবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৯ ডিগ্রি। বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.২ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৪২ থেকে ৯৫ শতাংশ।                        


এদিকে একটি সুস্পষ্ট নিম্নচাপ দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় অবস্থান করছে । উত্তর-পশ্চিম দিকে এগিয়ে এটি দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূল এলাকায় অবস্থান করবে।   নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হচ্ছে উত্তর-পশ্চিম ভারতে। ২৭ ডিসেম্বর উত্তর-পশ্চিম ভারতে ঢুকবে ঝঞ্ঝা।  


 আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী সপ্তাহে ফের নামবে পারদ। বড়দিনে শীতের আমেজ থাকলেও জাঁকিয়ে শীত নয়। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।