কলকাতা:  ফের দুর্যোগের আশঙ্কার কথা জানাল হাওয়া অফিস। ঝড় ও বৃষ্টির আশঙ্কা রয়েছে কলকাতা-সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। তবে এদিন কলকাতায় কোনও সতর্কতা না থাকলেও, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা রয়েছে অন্যান্য জেলায়। আগামীকাল কেমন থাকবে আবহাওয়া ? বিস্তারিত জানাল IMD.

Continues below advertisement

আরও পড়ুন, ভারতের গতিবিধি জানতে তথ্য চুরির চেষ্টা নির্লজ্জ পাকিস্তানের ! সাইবার হানার চেষ্টা ফের বানচাল

Continues below advertisement

আগামীকালের আবহাওয়া কেমন থাকবে ?

IMD সূত্রে খবর, কলকাতায় এদিন তাপমাত্রা ২৫ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়ার্স। সকাল সাড়ে ৮টা নাগাদ আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮১ শতাংশ এবং বিকেলে তা ৬৯ শতাংশ। আগামীকাল ফের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির কলকাতায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।আবহাওয়া দফতর সূত্রে খবর, সন্ধ্যা ৭ টা থেকে ২-৩ ঘণ্টার মধ্যে ঝোড়ো হাওয়া বইতে পারে। ঝড়ের গতিবেগ  প্রতি ঘণ্টায় ৫৩ কিমি থেকে ৫৯ কিমি পর্যন্ত হতে পারে। ঝোড়ো হাওয়া বইতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া, নদিয়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর-সহ একাধিক জেলায়। সেই মতোই গতকাল পূর্বাভাস মিলিয়েই গতকাল তুমুল ঝড় ও বৃষ্টি হয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। কোথাও গাছ উপড়ে ও কোথায় বাজ পড়ে একাধিক মৃত্যু হয়েছে। হাইটেনশন কারেন্টের তার ছিড়ে যাওয়ায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় গতকাল সন্ধ্যারাত থেকেই কমবেশি অনেক জায়গায় টানা ভোগান্তি চলেছে।  

হাওয়া অফিসের তরফে সাধারণ নাগরিকদের জন্য কিছু সতর্কবার্তা: 

১. ঝড় ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সময় বাইরে থাকলে খোলা আকাশের নিচে না থেকে যেনও কোনও ছাদের নিচে আশ্রয় নেয়।

২. তবে কোনওভাবেই ঝড় ও বৃষ্টি চলাকালীন কোনও গাছ বা বৈদ্য়ুতিক খুঁটির আশেপাশে কেউ যেনও আশ্রয় না নেয়। 

গত কয়েকদিন ধরেই বৃষ্টি হলেও কলকাতায় বাতাসে জলীয়বাষ্পের সঙ্গে অস্বস্তি চরমে উঠেছিল।  রাতের গরম ও দিনের প্রখর তাপে ক্রমশ শুষ্ক ও অস্বস্তিকর আবহাওয়া ছিল। মূলত আকাশ আংশিক মেঘলা থাকার কারণে, গরম ও অস্বস্তিকর আবহাওয়া চলছিল গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। যদিও ঝড় বৃষ্টির সম্ভাবনার কথা সপ্তাহের শুরুতেই জানান দিয়েছিল হাওয়া অফিস। সেই পূর্বাভাস মিলিয়েই গতকাল সন্ধ্যা নামতেই ঝড় শুরু হয়  কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। মূলত তিনটে মাসের কথা বলা হয়েছিল। এপ্রিল, মে, জুন। তবে বরাত জোরে এপ্রিলের শেষে জ্বালা ধরানো গরমের সঙ্গে স্বস্তির বৃষ্টিও হয়েছে। কখনও নিম্নচাপ, কখনও পশ্চিমী ঝঞ্জার কারণে এরাজ্য়ে ফিরেছে স্বস্তির আবহাওয়া।সেই ধারাই বজায় রয়েছে মে মাসের প্রথম সপ্তাহেও।