কলকাতা: উত্তরবঙ্গের (North Bengal) থেকে দক্ষিণবঙ্গের (South Bengal) জেলাগুলিতে মোটামুটি সারাবছরই তাপমাত্রা একটু বেশি থাকে। পশ্চিমবঙ্গকে (West Bengal) যদি উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে ভাগ করা যায়, তাহলে রাজ্যের দক্ষিণের ১৫টি জেলা পড়ে দক্ষিণবঙ্গের আওতায়। দক্ষিণবঙ্গের অন্তর্গত জেলাগুলি হল কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
গত কয়েকদিনে ইতিমধ্যেই একঝটকায় কলকাতা ও পার্শ্ববর্তী জেলায় জেলায় তাপমাত্রা নেমে গিয়েছে। পারদ-পতনে উত্তরবঙ্গের সঙ্গে টক্কর দিচ্ছে দক্ষিণবঙ্গ। আপাতত অবাধ উত্তুরে হাওয়ায় দক্ষিণবঙ্গে শীতের স্পেল জারি থাকবে। শনিবার থেকে বাড়বে তাপমাত্রা। কলকাতা ও সংলগ্ন জেলাগুলির তাপমাত্রা ১৪ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে, পশ্চিমের জেলাগুলিতে ১০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বীরভূম জেলার তাপমাত্রা অনেকটাই কম। শীতের লম্বা স্পেল বাংলায়। শুক্রবার থেকে আবহাওয়ার পরিবর্তন।
দক্ষিণবঙ্গের কোন জেলায় কেমন আবহাওয়া?
জেলা | তাপমাত্রা, আর্দ্রতা |
উত্তর ২৪ পরগনা | ১৫ ডিগ্রি, ৪০% আর্দ্রতা |
দক্ষিণ ২৪ পরগনা | ১৫ ডিগ্রি, ৫৮% আর্দ্রতা |
পূর্ব মেদিনীপুর | ১২ ডিগ্রি, ৭৫% আর্দ্রতা |
হাওড়া | ১৩ ডিগ্রি, ৬৪% আর্দ্রতা |
কলকাতা | ১৫ ডিগ্রি, ৭২% আর্দ্রতা |
হুগলি | ১৪ ডিগ্রি, ৫৬% আর্দ্রতা |
পুরুলিয়া | ১০ ডিগ্রি, ৬৪% আর্দ্রতা |
ঝাড়গ্রাম | ১২ডিগ্রি, ৫৮% আর্দ্রতা |
পশ্চিম মেদিনীপুর | ১৩ ডিগ্রি, ৫৭% আর্দ্রতা |
বাঁকুড়া | ১২ ডিগ্রি, ৭২% আর্দ্রতা |
পশ্চিম বর্ধমান | ১৩ ডিগ্রি, ৫৬% আর্দ্রতা |
পূর্ব বর্ধমান | ১৩ ডিগ্রি, ৫৭% আর্দ্রতা |
বীরভূম | ১৩ ডিগ্রি, ৫১ % আর্দ্রতা |
মুর্শিদাবাদ | ১৪ ডিগ্রি, ৫৪% আর্দ্রতা |
নদিয়া | ১৩ ডিগ্রি, ৫২% আর্দ্রতা |
আরও পড়ুন, যাদবপুরে সমাবর্তন ঘিরে ফের জটিলতা, ব্রাত্য বসুর নিশানায় রাজ্যপাল
আবহাওয়ার আপডেট: বাধাহীন উত্তুরে হাওয়ার হাত ধরে জাঁকিয়ে ঠান্ডা পড়েছে রাজ্য জুড়ে। পারদ-পতনে কালিম্পঙকে পিছনে ফেলে দিয়েছে পুরুলিয়া, বীরভূম, বাঁকুড়া। ঠান্ডায় উত্তরের কোচবিহার, জলপাইগুড়ির সঙ্গে পাল্লা দিচ্ছে দক্ষিণের বর্ধমান, হাওড়া, পূর্ব মেদিনীপুর জেলা।উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা প্রায় একই রকম থাকবে। আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলাতে। আগামী কয়েকদিন ৫ থেকে ৬ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে শৈলশহরের তাপমাত্রা।